1 . সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?  

  • A. হ্ন = হ্‌ + ণ
  • B. হ্ণ = হ্‌ + ন
  • C. ঞ্জ = জ্‌ + ঞ
  • D. জ্ঞ = জ্‌ + ঞ
View Answer Discuss in Forum Workspace Report
পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী-৫.১১.২০১০
More

2 . ক্ষ শব্দটির বিশ্লেষণ–  

  • A. ক + হ + ম
  • B. ক + ষ + ম
  • C. ক + খ + ম
  • D. কোনােটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report

3 .  ‘দৈত্য’-এর প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ কোনটি?  

  • A. দিতি+য
  • B. ✓দৃ+তি
  • C. ✓দৃ+ত
  • D. দি+ত্‌ই
View Answer Discuss in Forum Workspace Report

4 . সালােকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—

  • A. সবুজ আলােতে
  • B. নীল আলােতে
  • C. লাল আলােতে
  • D. বেগুনী আলােতে
View Answer Discuss in Forum Workspace Report

5 . কোন অঙ্গান প্রােটিন সংশ্লেষের সাথে জড়িত?  

  • A. সেন্ট্রোজোম
  • B. পারক্সিজোম
  • C. গলজি বডি
  • D. রাইবােজোম
View Answer Discuss in Forum Workspace Report

6 . নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ইউরিয়ার সংশ্লেষণ ঘটে—

  • A. অগ্ন্যাশয়ে
  • B. বৃক্কে
  • C. পাকস্থলিতে
  • D. মূত্রথলিতে
View Answer Discuss in Forum Workspace Report

7 . প্রােটিনকে ক্ষার সহযােগে আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়?  

  • A. ফ্রুক্টোজ
  • B. ক্যাফেইন
  • C. অ্যামাইনাে এসিড
  • D. পেকটিন
  • D. গ্লুকোজ
View Answer Discuss in Forum Workspace Report

8 .  প্রােটিনকে HCI দ্বারা আদ্র বিশ্লেষণে পাওয়া যায়—

  • A. সাইটোসিন
  • B. অ্যামিনাে এসিড
  • C. গ্লাইকোজেন
  • D. ইউরিয়া
  • D. পিউরিন
View Answer Discuss in Forum Workspace Report

9 . 'দিগন্ত' -এর সন্ধি বিশ্লেষণ--

  • A. দিখ্‌ + অন্ত
  • B. দি + অন্ত
  • C. দিগ্‌ + অন্ত
  • D. দিক্‌ + অন্ত
View Answer Discuss in Forum Workspace Report

10 . 3x² + x - 10 এর উৎপাদক বিশ্লেষণ?

  • A. (x + 2) (3x - 5)
  • B. (3x + 2) (x - 5)
  • C. (x - 2) (3x + 5)
  • D. (3x - 2) (x + 5)
View Answer Discuss in Forum Workspace Report

11 . সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে?

  • A. থাইলাকয়েডে
  • B. স্ট্রোমায়
  • C. ঘ্রাণায়
  • D. সাইটোপ্লাজমে
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ২০২১-২০২২ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2021
More

12 . সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?

  • A. নীল আলোতে
  • B. বেগুনী আলোতে
  • C. লাল আলোতে
  • D. সবুজ আলোতে
View Answer Discuss in Forum Workspace Report
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2014-(গামা-03) (21-04-2014)
More

13 . নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল?

  • A. সমচ্ছেদ বিশ্লেষণ
  • B. নগদ প্রবাহ বিশ্লেষণ
  • C. মূলধন বাজেটিং
  • D. সিকিউরিটি বিশ্লেষণ
View Answer Discuss in Forum Workspace Report
গ ইউনিট ২০১৭-২০১৮ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2017
More

14 . কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ সংঘটিত হয়?

  • A. কমলা
  • B. বেগুনী
  • C. লাল
  • D. হলুদ
View Answer Discuss in Forum Workspace Report
বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
More

15 . সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়?

  • A. ফুলে
  • B. মূলে
  • C. কান্ডে
  • D. পাতায়
View Answer Discuss in Forum Workspace Report
বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
More

16 . 'দেখিয়া সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে' - চরণদ্বয়ে বিশ্লেষণ রয়েছে

  • A. একটি
  • B. দুইটি
  • C. তিনটি
  • D. চারটি
View Answer Discuss in Forum Workspace Report
ঘ ইউনিট ২০১৫-২০১৬ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2015
More

17 . ’তীক্ষ’ শব্দের যুক্তব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি?

  • A. ক+ষ্+ণ
  • B. ক্+ষ+ন
  • C. ক্+ষ্+ম
  • D. ক্+হ্+ণ
View Answer Discuss in Forum Workspace Report
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) Assistant Director- Research officer &amp- Assistant Programmer-০৮/১০/২০২১
More

18 . কোন ধাতুর বিশ্লেষণ সাপেক্ষ নয়?

  • A. সাধিত ধাতু
  • B. সংযোগমূলক ধাতু
  • C. যৌহিক ধাতু
  • D. মৌলিক ধাতু
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী (02-10-2021)
More

19 . তড়িৎ বিশ্লেষন মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে কি বলে?

  • A. ভলকানাইজিং
  • B. ধাতুর বিশোধন
  • C. গ্যালভানাইজিং
  • D. ইলেকট্রোপ্লেটিং
View Answer Discuss in Forum Workspace Report
রেলপথ মন্ত্রণালয় ।। সহকারী লোকোমোটিভ মাস্টার (17-06-2022)
More

20 . কোন রঙের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়?

  • A. নীল
  • B. সবুজ
  • C. লাল
  • D. বেগুণী
View Answer Discuss in Forum Workspace Report
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট | 26-08-2022
More

21 . জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?

  • A. মাইটোকন্ড্রিয়া
  • B. নিউক্লিয়াস
  • C. রাইবোজোম
  • D. গলগি
View Answer Discuss in Forum Workspace Report

22 . সালোসংশ্লেষণ কোথায় ঘটে-

  • A. রাইবোজম
  • B. ক্রোমোজম
  • C. প্লাষ্টিড
  • D. মাইটোকন্ড্রিয়া
View Answer Discuss in Forum Workspace Report

23 . সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি?

  • A. ক্লোরোফিল
  • B. কার্বন ডাই অক্সাইড
  • C. পানি
  • D. পানি ও কার্বন ডাই অক্সাইড
View Answer Discuss in Forum Workspace Report

24 . সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত?

  • A. টমসন বিক্রিয়া
  • B. কেলভিন বিক্রিয়া
  • C. কার্লো বিক্রিয়া
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report

25 . সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী পরিমাণে হয়

  • A. সবুজ আলোতে
  • B. নীল আলোতে
  • C. লাল আলোতে
  • D. বেগুনি আলোতে
View Answer Discuss in Forum Workspace Report

26 . সালোক সংশ্লেষনের সময় উদ্ভিদ কি ত্যাগ করে?

  • A. অক্সিজেন
  • B. কার্বন ডাই অক্সাইড
  • C. নাইট্রোজেন
  • D. পানি
View Answer Discuss in Forum Workspace Report
শ্রম অধিদপ্তর || শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা (03-10-2003)
More

27 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থটি কি?

  • A. পানি
  • B. শর্করা
  • C. আমিষ
  • D. অক্সিজেন
View Answer Discuss in Forum Workspace Report

28 . সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে

  • A. কার্বনিক এসিড
  • B. শুধু গ্লুকোজ
  • C. শক্তি
  • D. গ্লুকোজ ও অক্সিজেন
View Answer Discuss in Forum Workspace Report

29 . সালোক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-

  • A. মাইটোকন্ড্রিয়া আছে
  • B. নিউক্লিয়াস আছে
  • C. ক্লোরোফিল আছে
  • D. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে
View Answer Discuss in Forum Workspace Report

30 .  কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে-

  • A. মাস্ট কোষ
  • B. রাইবোসোম
  • C. সেন্ট্রোসোম
  • D. দানাদার রেটিকিউলার
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

31 . সালোকসংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কমদক্ষতা হলো-

  • A. ০%
  • B. ১০-১৫%
  • C. ৩-৬%
  • D. ১০০%
View Answer Discuss in Forum Workspace Report
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-10-2021)
More

32 . অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণকে বলা হয়-

  • A. ব্যষ্টিক অর্থনীতি
  • B. সামষ্টিক অর্থনীতি
  • C. বাজার অর্থনীতি
  • D. বাজেট
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট (2004-2005) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2004
More

33 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরী হয়?

  • A. আমিষ
  • B. শর্করা
  • C. ভিটামিন
  • D. এনজাইম
View Answer Discuss in Forum Workspace Report
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | উপসহকারী কৃষি কর্মকতা | 10-12-2021
More

34 . x2 - x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

  • A. (x -5) (x - 4)
  • B. (x + 5) (x + 4)
  • C. (x -5) (x + 4)
  • D. (x + 5) (x - 4)
View Answer Discuss in Forum Workspace Report

35 . 4x^4 + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করন।

  • A. (2x² + 2x + 1)(2x² - 2x - 1)
  • B. (2x² + 2x - 1)(2x² - 2x - 1)
  • C. (2x² + 2x + 1)(2x² - 2x + 1)
  • D. (2x² + 2x - 1)(2x² - 2x + 1)
View Answer Discuss in Forum Workspace Report

36 . (a - b)³ + (b - c)³ + (c - a)³ কে উৎপাদকে বিশ্লেষণ করুনঃ

  • A. (a - b)(b - c)(c - a)
  • B. 2(a - b)(b - c)(c - a)
  • C. 3(a - b)(b - c)(c - a)
  • D. 9(a - b)(b - c)(c - a)
View Answer Discuss in Forum Workspace Report

37 . 2√2x³ + 125 এর সঠিক উৎপাদক বিশ্লেষণ কোনটি?

  • A. (√2x - 5)(2x² + 5√2x + 25)
  • B. (√2x + 5)(2x² + 5√2x - 25)
  • C. (√2x + 5)(2x² - 5√2x + 25)
  • D. (√2x + 5)(2x² - 5√2x - 25)
View Answer Discuss in Forum Workspace Report

38 . x² - x - (a + 1)(a + 2) কে উৎপাদকে বিশ্লেষণ করুন?

  • A. (x + a + 1)(x - a - 2)
  • B. (x + a + 2)(x - a - 1)
  • C. (x + a - 1)(x - a + 2)
  • D. (x - a + 2)(x - a - 1)
View Answer Discuss in Forum Workspace Report

39 . x3 - x এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি?

  • A. (x - 1)(x2 + x + 1)
  • B. (x + 1)(x2 - x + 1)
  • C. x(x - 1)(x - 1)
  • D. x(x + 1)(x - 1)
View Answer Discuss in Forum Workspace Report

40 . 2y4 - 14y2 + 2 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

  • A. (2y2 + 6y + 2)(y2 - 3y + 1)
  • B. (2y2 - 7y + 1)(2y2 + 7y + 1)
  • C. 2(y2 + 3y + 1)(y2 - 3y + 1)
  • D. 2(y2 + 3y + 1)(y2 -3y -1)
View Answer Discuss in Forum Workspace Report

41 . উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x2 - 2ax + (a + b)(a - b)

  • A. (x + a + b)(x - a - b)
  • B. (x + a - b)(x - a - b)
  • C. (x - a - b)(x - a + b)
  • D. (x - a + b)(x + a - b)
View Answer Discuss in Forum Workspace Report

42 . 35 - 2x - x2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

  • A. (x - 5) (x - 7)
  • B. (x + 5) (x + 7)
  • C. (5 - x) (7 + x)
  • D. (x - 5)
View Answer Discuss in Forum Workspace Report

43 . সালোকসংশ্লেষণে নির্গত  O2 এর উৎস হলো -

  • A. স্ট্রোমা
  • B. DNDP
  • C. কার্বন ডাইঅক্সাইড
  • D. পানি
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ২০০০-২০০১ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2000
More

44 . ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো - ব্যাঙ্গের ছাতা। ছত্রাক জাতের এ উদ্ভিদ সালোকসংশ্লেষণে অক্ষম।

  • A. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • B. কোষের অস্বাভাবিক মৃত্যু
  • C. কোষের জমাট বাধা
  • D. উপরের সবকটিই
View Answer Discuss in Forum Workspace Report

45 . সালোকসংশ্লেষণ ঘটে না----

  • A. পাতায়
  • B. শাখা-প্রশাখা
  • C. সবুজ কাণ্ডে
  • D. মূলে
View Answer Discuss in Forum Workspace Report
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
More

46 . বাংলা সাহিত্যে মনোবিশ্লেষণ মূলক উপন্যাস প্রথম রচনা করেন-

  • A. রবীন্দ্রনাথ ঠাকুর
  • B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • D. প্রভাত কৃমার চট্টোপাধ্যায়
View Answer Discuss in Forum Workspace Report
গ ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More

47 . সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়----

  • A. সবুজ আলোতে
  • B. নীল আলোতে
  • C. লাল আলোতে
  • D. বেগুনী আলোতে
View Answer Discuss in Forum Workspace Report
২৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (31-12-2004)
More

48 . সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-

  • A. জলীয় বাষ্প
  • B. অক্সিজেন
  • C. নাইট্রোজেন
  • D. কার্বন-ডাই-অক্সাইড
View Answer Discuss in Forum Workspace Report
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (31-07-2009)
More

49 . জাতীয় আয় সঞ্চয় , সুদের হার এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে কোন পরিবেশ বিশ্লেষণ করা প্রয়োজন ?

  • A. সামাজিক পরিবেশ
  • B. রাজনৈতিক পরিবেশ
  • C. আইনগত পরিবেশ
  • D. অর্থনৈতিক পরিবেশ
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : ২০১২-২০১৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2012
More

50 . সূর্য থেকে আগত আলোক শক্তির কত অংশ সালোকসংশ্লেষণে আবদ্ধ হয় ?

  • A. ০.৫%
  • B. ০.২%
  • C. ০.৪%
  • D. ০.০১%
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৮-২০০৯ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2008
More

51 . 'তড়িৎ বিশ্লেষণ' সূত্র কে আবিষ্কার করেন?

  • A. মেন্ডেলিফ
  • B. নিউটন
  • C. অ্যাভোগেড্রো
  • D. ফ্যারাডে
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ রেলওয়ে || সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) (28-06-2024)
More

52 . সালোকসংশ্লেষণিক কার্যকর বর্ণালি কোনটি ?

  • A. সবুজ ও লাল
  • B. লাল ও নীল
  • C. আসমানি সবুজ
  • D. বেগুনী ও নীল
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৭-২০০৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2007
More

53 . সালোকসংশ্লেষণের সূর্যালোকের যে বর্ণালি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে-

  • A. নীলাভ সবুজ
  • B. অতিবেগুনী
  • C. বেগুণি নরি
  • D. হলুদাভ কমলা
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৩-২০০৪ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2003
More

54 . C4 উদ্ভিদে সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ হলো-

  • A. ফসফোগ্লিসারিকএসিড
  • B. পাইরুবিক এসিড
  • C. অক্সালো এসিটিক এসিড
  • D. সাইট্রিক এসিড
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৩-২০০৪ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2003
More

55 . কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? 

  • A. যৌগিক শব্দ
  • B. যোগরুঢ় শব্দ
  • C. রুঢ় শব্দ
  • D. মৌলিক শব্দ
View Answer Discuss in Forum Workspace Report
Bangladesh Bank - Assistant Director - 2001
More

56 . সালোকসংশ্লেষণে অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটিত হয়?

  • A. CO2
  • B. H2O
  • C. স্ট্রােমা
  • D. গ্রানা
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More

57 . সালেকসংশ্লেষণ প্রক্রিয়ায়  o2  পানি থেকে আসে। এ তথ্য কে আবিষ্কার করেন?

  • A. ক্রেবস
  • B. রবিনহিল
  • C. রবার্ট হিল
  • D. স্যামুয়েলরুবেন
View Answer Discuss in Forum Workspace Report

58 . 'উজ্জ্বল' শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি?

  • A. উজ + জল
  • B. উৎ +জ্বল
  • C. উজ্জ + জল
  • D. উজ্জ্ব + জল
View Answer Discuss in Forum Workspace Report
স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১১. ০১.১৯
More

59 . “কেমন বিশ্লেষণভাবে সে শাড়িটি দোলে স্বল্প হাওয়ায়। ” কোথায় দোলে শাড়িটি ?

  • A. উঠানের প্রান্তে
  • B. রান্নাঘরের পেছনে
  • C. আম জাম কাঠাল গাছে ভরা জঙ্গলে
  • D. বিশাল ইয়ার্ডের পাশে
View Answer Discuss in Forum Workspace Report

60 . কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্ধিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব ?

  • A. মোট লাভ বিশ্লেষণ
  • B. নিট লাভ বিশ্লেষণ
  • C. নগদ প্রবাহ বিশ্লেষণ
  • D. অনুপাত বিশ্লেষণ
View Answer Discuss in Forum Workspace Report
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | ক্যাশিয়ার | ১১.০৫.২০১৮
More

61 . 'হ্ম' এর সঠিক বিশ্লেষণ কোনটি?

  • A. ক +ষ
  • B. হ +ম
  • C. হ +ন
  • D. ষ +ণ
View Answer Discuss in Forum Workspace Report
১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
More

62 . বাক্যবিশ্লেষণের প্রযোজনে যে চিহ্ন বসে-

  • A. ড্যাস
  • B. কোলন
  • C. কোলন ড্যাস
  • D. সেমিকোলন
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2007-2008 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2007
More

63 . মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি?

  • A. তেইশ নম্বর তৈলচিত্র
  • B. কর্ণফুলী
  • C. ক্ষুধা ও আশা
  • D. ধান-কন্যা
View Answer Discuss in Forum Workspace Report
দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক) 07-02-2020
More

64 . সালোকসংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে কোন রঞ্জকে ম্যাগনেশিয়াম বিদ্যমান 

  • A. ক্লোরোফিল
  • B. ক্যারোটিন
  • C. জ্যান্থোফিল
  • D. ফাইকোসায়ানিন
View Answer Discuss in Forum Workspace Report

65 . উদ্ভিদের সালোকসংশ্লেষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে-

  • A. গ্লাইকোলিপিড
  • B. ফসফোলিপিড
  • C. টারপিনয়েড লিপিড
  • D. নিউট্রাল লিপিড
View Answer Discuss in Forum Workspace Report

66 . বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে?

  • A. শর্করা
  • B. আমিষ
  • C. স্নেহ
  • D. ভিটামিন
View Answer Discuss in Forum Workspace Report
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ - 20.11.2017
More

67 . র্শকরা বিশ্লেষী এনজাইম কোনটি ?

  • A. গ্যাট্রিক
  • B. টায়ালিন
  • C. পেপসিনোজেন
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report

68 . নিচের কোণ অঙ্গাণুৃ প্রোটিন সংশ্লেষণ করে?

  • A. রাইবোসোম
  • B. মাইকোসোম
  • C. লাইসোসোম
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

69 . নিচের কোন এনজাইমের ক্রিয়ার জটিল শর্করা বিশ্লেষিত হয়?

  • A. অ্যামাইলোলাইটিক
  • B. প্রোটিওলাইটিক
  • C. লাইপোলিটিক
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

70 . সালোক সংশ্লেষণ সংঘটিত হয় কোষের-

  • A. মাইট্রোকন্ড্রিয়াতে
  • B. ক্রোমাজমে
  • C. ক্লোরোপ্লাস্টে
  • D. রাইবোজামে
View Answer Discuss in Forum Workspace Report
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)_ বগুড়া | সহকারী পরিচালক- 05-11-2021
More

71 .  3 x 3 − x − 14    কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়?

  • A. (3x+7)(x+2)
  • B. (3x-7)(x+2)
  • C. (3x+7)(x-2)
  • D. (3x-7)(x-2)
View Answer Discuss in Forum Workspace Report

72 . "ব্রাহ্মণ" শব্দের 'ক্ষ' এর বিশ্লেষিত রূপ -

  • A. হ্+ম
  • B. ক্+খ
  • C. ক্+ষ+ম
  • D. ক্+ষ+ণ
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ রেলওয়ে || বুকিং সহকারী (24-02-2024)
More

73 . মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে কোনটি পাওয়া যায় ?

  • A. মানসিক প্রক্রিয়া
  • B. সামাজিক প্রক্রিয়া
  • C. রাজনৈতিক প্রক্রিয়া
  • D. সাংস্কৃতিক প্রক্রিয়া
View Answer Discuss in Forum Workspace Report

74 . নৈতিকতা হলো বিজ্ঞান ও দর্শনের ঐ সকল কাজ, যেমন মানুষের নৈতিক আচরণ,কর্তব্য এবং বিচার-বিবেচনা নিয়ে ইত্যাদি বিশ্লেষণ করে।'—উক্তিটি কার?

  • A. উইলিয়াম ফক্স
  • B. নিউনার ও কিলিং
  • C. জন হেগ
  • D. পিউনার
View Answer Discuss in Forum Workspace Report

75 .  সুশাসনের ধারণাটি বিশ্লেষণ করে কোন প্রতিষ্ঠান?

  • A. বিভিন্ন তাত্ত্বিক সংস্থা
  • B. দাতা সংস্থা
  • C. আন্তর্জাতিক সংস্থা
  • D. ক, খ ও গ
View Answer Discuss in Forum Workspace Report

76 . খাদ্যে ভেজাল মেশানোর কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?

  • A. পণ্যমান নিয়ন্ত্রণ
  • B. পণ্যের দাম হ্রাস
  • C. পণ্যমান উন্নয়ন
  • D. অধিক মুনাফা অর্জন
View Answer Discuss in Forum Workspace Report

77 . গ্রামাঞ্চলের স্কুলে মেয়েদের ঝরে পড়ার প্রবণতার কারণ বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়?

  • A. কুপ্রস্তাব
  • B. প্রাকৃতিক দুর্যোগ
  • C. ইভ টিজিং
  • D. বিদ্যালয় স্বল্পতা
View Answer Discuss in Forum Workspace Report

78 . ইভ টিজিং-এর কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?

  • A. মূল্যবোধের অবক্ষয়
  • B. আইন প্রয়োগ
  • C. আইন প্রণয়ন
  • D. বাল্যবিবাহ
View Answer Discuss in Forum Workspace Report

79 . কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন?

  • A. চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন
  • B.
  • C.
  • D.
View Answer Discuss in Forum Workspace Report

80 . SWOT বিশ্লেষণের উদ্দেশ্য কী?

  • A. নিয়ন্ত্রণ
  • B.
  • C.
  • D.
View Answer Discuss in Forum Workspace Report

81 . x2 + x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ কত হবে?

  • A. (x - 5)(x-4)
  • B. (x + 5)(x-4)
  • C. (x - 5)(x+4)
  • D. (x + 5)(x+4)
View Answer Discuss in Forum Workspace Report
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || ইন্সপেক্টর / সিনিয়র অফিসার / নিরাপত্তা কর্মকর্তা (24-02-2024)
More

82 . 4x4+1

  • A. 2x2+2x+12x2-2x-1
  • B. 2x2+2x-12x2-2x+1
  • C. 2x2+2x+12x2-2x+1
  • D. 2x2+2x-12x2-2x-1
View Answer Discuss in Forum Workspace Report
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
More

83 . x3+6x2y+11xy2+6y3 

  • A. x+yx+3yx+5y
  • B. x+yx+2yx+3y
  • C. x+yx+4yx+3y
  • D. x-yx+yx+2y
View Answer Discuss in Forum Workspace Report
১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (12-06-2016)
More

84 . কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?

  • A. লাল
  • B. নীল
  • C. বেগুনী
  • D. সবুজ
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) || জুনিয়র ইন্সট্রাক্টর (18-03-2023) ||
More

85 . 2y4-14y2+2

  • A. 2y2+6y+2y2-3y+1
  • B. 2y2-7y+12y2+7y+1
  • C. 2y2+3y+1y2-3y+1
  • D. 2y2+3y+1y2-3y+1
View Answer Discuss in Forum Workspace Report
৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
More

86 . 2x4-5x3+6x2-5x+2

  • A. x-122x2-x+2
  • B. x-12x2-x+2
  • C. x+12x2-x+2
  • D. x+132x2-x+2
View Answer Discuss in Forum Workspace Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

87 . যে ধাতু বিশ্লেষন করা যায়না তাকে কি বলা হয়?

  • A. সাধিত ধাতু
  • B. মৌলিক ধাতু
  • C. যৌগিক ধাতু
  • D. সংযোগ মূলক ধাতু
View Answer Discuss in Forum Workspace Report
তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর || সহকারী তথ্য অফিসার (18-09-2005)
More

88 . ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস'র বিশ্লেষণে ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে?

  • A. সৌদি আরব
  • B. ভারত
  • C. তাইওয়ান
  • D. সংযুক্ত আরব আমিরাত
View Answer Discuss in Forum Workspace Report
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(NSI) সহকারী পরিচালক-১৬.১০.২০১৫
More

89 . সালোকসংশ্লেষণের এর মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অঙ্গ?

  • A. সাইটোপ্লাজম
  • B. নিউক্লিয়াস
  • C. ক্লোরোপ্লাস্ট
  • D. গলজি বস্তু
View Answer Discuss in Forum Workspace Report
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা-১২.১২.২০১৪
More

90 . উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে -

  • A. অক্সিজেন
  • B. কার্বন ডাইঅক্সাইড
  • C. নাইট্রোজেন
  • D. জলীয় বাষ্প
View Answer Discuss in Forum Workspace Report
বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৭.০১.২০১২
More

91 . x2-16

  • A. x2-4x2-4
  • B. (x+4) (x-4)
  • C. (x+2)(x-2)
  • D. x2+16x2-16
View Answer Discuss in Forum Workspace Report

92 . 4x2-23x+33

  • A. (x-3)(4x-11)
  • B. (4x-3)(x-11)
  • C. (2x-3)(2x-11)
  • D. (4x-3)(x-11)
View Answer Discuss in Forum Workspace Report

93 . 3x2+x-10

  • A. (x + 2) (3x - 5)
  • B. (3x + 2) (x - 5)
  • C. (x - 2) (3x + 5)
  • D. (3x - 2) (x + 5)
View Answer Discuss in Forum Workspace Report

94 . পাতার যে কোষে সালোক-সংশ্লেষণ ঘটে-

  • A. প্যারেনকাইমা
  • B. কোলেনকাইমা
  • C. প্যালিসেড প্যারেনকাইমা
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
More

95 . কোন বাক্যে ক্রিয়া-বিশ্লেষণ রয়েছে?

  • A. তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন
  • B. তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
  • C. তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
  • D. তিনি পথে পথে হাঁটেন।
View Answer Discuss in Forum Workspace Report

96 . 2a2+7ab-15b2

  • A. (a+5b)(2a-3b)
  • B. (a-5b)(2a+3b)
  • C. (a-5b)(2a-3b)
  • D. (a-5b)(a+5b)
View Answer Discuss in Forum Workspace Report

97 . x2-7x+6

  • A. (x -2) (x-3)
  • B. (x-1) (x+8)
  • C. (x-1) (x-6)
  • D. (x+1) (x+6)
View Answer Discuss in Forum Workspace Report
কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) 20-08-2021
More

98 . x3+6x2y+11xy2+6y3

  • A. (x+y)(x+3y)(x+5y)
  • B. (x+y)(x+2y)(x+3y)
  • C. (x+y)(x+4y)(x+3y)
  • D. (x-y)(x+y)(x+2y)
View Answer Discuss in Forum Workspace Report

99 . কী কারণে কোন তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুল্য পরিবাহিতা ঘনমাত্রা। হ্রাসের সাথে বাড়তে থাকে এবং একটি স্থির মানে পৌঁছে?

  • A. দ্রবণের সান্দ্রতা হ্রাস
  • B. আয়নের সংখ্যা বৃদ্ধি
  • C. আন্তঃআয়ন আকর্ষণ হ্রাস
  • D. আয়নের চার্জ বৃদ্ধি
View Answer Discuss in Forum Workspace Report

100 . নিচের কোনটির উপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা নির্ভর করে না?

  • A. আয়নের সংখ্যা
  • B. আয়নের গতিবেগ
  • C. তাপমাত্রা
  • D. চাপ
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) শিফট-২ (২০২৩-২০২৪) || (05-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2024
More

101 . 50 mL পানির নমুনা বিশ্লেষণ করে 5 mg Fe পাওয়া গেল। ppm এ Fe এর ঘনমাত্রা কত?

  • A. 200
  • B. 300
  • C. 150
  • D. 100
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) শিফট-১ (২০২৩-২০২৪) || (05-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2024
More

102 . প্রোটিনকে সম্পূর্ণরূপে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে_________

  • A. Nucleic acid
  • B. Peptides
  • C. Amino acids
  • D. Lipids
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট বিজ্ঞান (২০২৩-২০২৪) || (02-03-2024) || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2024
More

103 . SWOT বিশ্লেষণের উদ্দেশ্য কী?

  • A. কৌশল প্রণয়ন
  • B. লক্ষ্য নির্ধারণ
  • C. নিয়ন্ত্রণ
  • D. কার্য বিভাজন
View Answer Discuss in Forum Workspace Report
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা : ২০২৩-২০২৪ (ব্যবসা শিক্ষা ইউনিট) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2024
More

104 . যেসব শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, তাকে কী বলে?

  • A. যৌগিক শব্দ
  • B. রূঢ়ি শব্দ
  • C. তদ্ভব শব্দ
  • D. মৌলিক শব্দ
View Answer Discuss in Forum Workspace Report
স্কুল অব এডুকেশন || বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় || বিএড ভর্তি পরীক্ষা (২০২২-২০২৩- ব্যাচ- ২০২৩) (04-11-2023) || উন্মুক্ত বিশ্ববিদ্যালয় || 2023
More

105 . ব্রাইন দ্রবণ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 46 g সোডিয়াম নিষ্কাশন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?

  • A. 1
  • B. 2
  • C. 23
  • D. 96500
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) শিফট-৩ (২০২৩-২০২৪) || (05-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2024
More

106 .

  • A. HCI
  • B. H2SO4
  • C. HNO3
  • D. Na2SO4
View Answer Discuss in Forum Workspace Report
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা || প্রযুক্তি ইউনিট (18-05-2024) ২০২৩-২০২৪ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2024
More

107 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 কে রাইবুলোজ ১, ৫-বিসফসফেট এর সাথে যুক্তকারী এনজাইম কোনটি?

  • A. রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ
  • B. কাইনেজ
  • C. আইসোমারেজ
  • D. ট্রান্সকিটোলেজ
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2022-2023 (Set code: O) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2023
More

108 . সালোকসংশ্লেষণে অক্সিজেন তৈরী হয়-

  • A. অন্ধকার বিক্রিয়ায়
  • B. আলোক বিক্রিয়ায়
  • C. উভয় বিক্রিয়ায়
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) গ্রুপ-২ (২০২২-২০২৩)।। (29-05-2023) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2023
More

109 . কোন সমাসের পূর্বপদে স্ত্রীবাচক বিশ্লেষণ থাকলে সমাসঘটিত শব্দ পুরুষবাচক হয় 

  • A. কর্মধারয়
  • B. তৎপুরুষ
  • C. বহুব্রীহি
  • D. দ্বিগু
View Answer Discuss in Forum Workspace Report
C Unit (ব্যবসা শিক্ষা)।। ২০২২-২০২৩ (27-05-2023) || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2023
More

110 .

  • A. MgOH2
  • B. CH3COOH
  • C. CaOH2
  • D. Molten NaCl
View Answer Discuss in Forum Workspace Report
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা || গার্হস্থ্য অর্থনীতি ইউনিট (25-05-2024) ২০২৩-২০২৪
More

111 . সালোকসংশ্লেষণের ফটোসিস্টেম-1 এর বিক্রিয়ায় কোরোফিল-a অনুটির আলোক শোষণ ক্ষমতা হলো-

  • A. 700mm
  • B. 680nm
  • C. 500nm
  • D. 760mm
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) গ্রুপ-৩ (২০২২-২০২৩)।। (29-05-2023) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2023
More

112 .

  • A. HCl
  • B. HF
  • C. CUSO4
  • D. C6H12O6
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) শিফট-১ (২০২৩-২০২৪) || (05-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয়
More

113 . সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোকসংশ্লেষণ হয়?

  • A. সবুজ
  • B. নীল
  • C. লাল
  • D. কমলা
View Answer Discuss in Forum Workspace Report
A Unit : 2020-2021 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2020
More

114 . সালোকসংশ্লেষণে সূর্যলোকের কোন কণা ব্যবহৃত হয়?

  • A. ইলেকট্রন
  • B. ফোটন
  • C. ইলেকট্রন ও প্রোটন
  • D. প্রোটন
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০১৯-২০২০ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2019
More

115 . সংশ্লেষাঙ্ক কোন ধরনের পরিবর্তনের ক্ষেত্রে স্বাধীন ?

  • A. মূলবিন্দু
  • B. মাপনী
  • C. মূলবিন্দু ও মাপনী
  • D. পরামান
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০১৭-২০১৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2017
More

116 .

  • A. O2
  • B. OH-
  • C. Na
  • D. H2
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2022-2023 (Set code: O) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
More

117 .

  • A. O2
  • B. OH-
  • C. Na
  • D. H2
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2022-2023 (Set code: O) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
More

118 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজন-

  • A. ক্লোরোফিল
  • B. আলো
  • C. কার্বন ডাইঅক্সাইড
  • D. সবগুলোই
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

119 . হাইড্রোজেনের ফূয়েল সেলে তডিৎ বিশ্লেষণের মধ্য দিয়ৈ কোনটি চলাচল করে?

  • A. h2
  • B. H+
  • C. O2
  • D. d8
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More

120 . দ্রবণে সম-আয়নের প্রভাবে কোন স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্যের-

  • A. দ্রাব্যতা বাড়ে
  • B. দ্রাব্যতা গুণফল বাড়ে
  • C. দ্রাব্যতা কমে
  • D. দ্রাব্যতা গুণফল কমে
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

121 . এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণে 16.0 g অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে প্রবাহিত তড়িতের পরিমাণ-

  • A. 1F
  • B. 2 F
  • C. 4 F
  • D. 8 F
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More

122 . প্রোটিনকে ক্ষারের উপস্থিতিতে আর্দ্র-বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে ?

  • A. অ্যামাইনো এসিড
  • B. গ্লুকোজ
  • C. ফ্রুক্টোজ
  • D. পেকটিন
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০১৬-২০১৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2016
More

123 .

  • A. MgOH2
  • B. CH3COOH
  • C. CaOH2
  • D. Molten NaCl
View Answer Discuss in Forum Workspace Report
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা || গার্হস্থ্য অর্থনীতি ইউনিট (25-05-2024) ২০২৩-২০২৪ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2024
More

124 . প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করা হলে যে এসিড পাওয়া যায় তা-

  • A. আ্যাসিটিক এসিড
  • B. ফরমিক এসিড
  • C. এসকরবিক এসিড
  • D. অ্যামিনো এসিড
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2015-2016 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2015
More

125 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসে যে অক্সিজেন নির্গত হয়, তা কী থেকে আসে?

  • A. পানি
  • B. কার্বন ডাই অক্সাইড
  • C. কার্বোহাইড্রেট
  • D. কোনোটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2015-2016 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2015
More

126 .

  • A. HCL
  • B. HF
  • C. CuSO4
  • D. C6H12O6
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) শিফট-১ (২০২৩-২০২৪) || (05-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2024
More

127 . স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে ঐ লবণের কোন একটি সমআয়ন সম্পন্ন তীব্য তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে, স্বল্পদ্রাব্ লবণের -

  • A. দ্রাব্যতা গুণফল বেড়ে যাবে
  • B. দ্রাব্যতা কমেযাবে
  • C. দ্রাব্যতা ঘুণফল কমে যাবে
  • D. দ্রাব্যতা বেড়ে যাব
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2015-2016 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2015
More

128 . Co2 ও ইথাইল ম্যগনেসিয়াম বিক্য়ার উৎপন্ন যৌগকে আদ্র্র্রবিশ্লেষত করা হলে কি যৌগ উৎপন্ন হবে?

  • A. প্রোপানয়িক এসিড
  • B. প্রপন
  • C. প্রপনাল
  • D. প্রপান্যাল
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2015-2016 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2015
More

129 .

  • A. ATP ও NADP
  • B. ATP  NADPH+H+
  • C. ATP + Glucose
  • D. NADP + Glucose
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট বিজ্ঞান (২০২৩-২০২৪) || (02-03-2024) || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2024
More

130 . সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সম্পর্কের-   i. বিজ্ঞানভিত্তিক গবেষণা   ii. বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ   iii. বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা   নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

131 .  সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?

  • A. রাজনীতি বিজ্ঞান
  • B. সমাজবিজ্ঞান
  • C. রাজনৈতিক সমাজবিজ্ঞান
  • D. নৃবিজ্ঞান
View Answer Discuss in Forum Workspace Report

132 .  বিশ্লেষণ শিল্পের উদাহরণ হলো-  i. আলকাতরা    ii. সাবান    iii. ডিজেল    নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

133 .

  • A. O2
  • B. OH-
  • C. Na
  • D. H2
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2022-2023 (Set code: O) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2023
More

134 . NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?

  • A. Na
  • B. Cl2
  • C. H2
  • D. NaOH
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ২০১৫-২০১৬ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2015
More

135 . সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী বিশ্লেষণ করে?

  • A. পারস্পরিক সম্পর্ক
  • B. জীবন প্রণালি
  • C. আচার-আচরণ
  • D. নৈতিক মূল্যবোধ
View Answer Discuss in Forum Workspace Report

136 .

  • A. Kip>Ksp
  • B. Kip<Ksp
  • C. Kip=Ksp
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
C unit (বিজ্ঞান) গ্রুপ-২ (২০২২-২০২৩)।। (29-05-2023) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2023
More

137 . সামাজিক প্রপঞ্চসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে সহায়তা করে সমাজবিজ্ঞানের কোন শাখা? 

  • A. সামাজিক জনবিজ্ঞান
  • B. সামাজিক পরিসংখ্যান
  • C. চিকিৎসা সমাজবিজ্ঞান
  • D. শিক্ষার সমাজবিজ্ঞান
View Answer Discuss in Forum Workspace Report

138 . সাহিত্যের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাজকাঠামোর সঙ্গে সাহিত্যের সম্পর্ক অনুসন্ধান করে সমাজবিজ্ঞানের কোন শাখা?

  • A. শিল্পকলার সমাজবিজ্ঞান
  • B. সাহিত্যের সমাজবিজ্ঞান
  • C. সামাজিক জনবিজ্ঞান
  • D. শিক্ষার সমাজবিজ্ঞান
View Answer Discuss in Forum Workspace Report

139 . এরিস্টটল তার কোন গ্রন্থে প্লেটোর তুলনায় অধিকতর বাস্তবভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর বিচার বিশ্লেষণ করেছেন? 

  • A. দি প্রিন্স
  • B. দি নিউ সাইন্স
  • C. পলিটিকস
  • D. রিপাবলিক
View Answer Discuss in Forum Workspace Report

140 . নিচের কোন চিন্তাবিদ বাস্তব দৃষ্টিতে সমাজ ও মানব চরিত্র বিশ্লেষণের প্রয়াস পান? 

  • A. এরিস্টটল
  • B. প্লেটো
  • C. ম্যাকিয়াভেলি
  • D. অগাস্ট কোঁৎ
View Answer Discuss in Forum Workspace Report

141 . নিচের কোন চিন্তাবিদ বাস্তব দৃষ্টিতে সমাজ ও মানব চরিত্র বিশ্লেষণের প্রয়াস পান? 

  • A. এরিস্টটল
  • B. প্লেটো
  • C. ম্যাকিয়াভেলি
  • D. অগাস্ট কোঁৎ
View Answer Discuss in Forum Workspace Report

142 . অগাস্ট কোঁৎ সমাজ বিশ্লেষণের জন্যে যে পৃথক বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন তার নাম কী? 

  • A. Social physics
  • B. Positive Philosophy
  • C. Physics
  • D. Philosophy
View Answer Discuss in Forum Workspace Report

143 . কোন মনোবিশ্লেষক সমাজ, সংস্কৃতি ও সভ্যতার ব্যাখ্যা দেন?

  • A. ম্যাক্স ওয়েবার
  • B. সিগমন্ড ফ্রয়েড
  • C. হার্বার্ট স্পেন্সার
  • D. অগাস্ট কোঁৎ
View Answer Discuss in Forum Workspace Report

144 . বিশ্লেষণের জন্য নৃবিজ্ঞান কোন বিষয়ের ওপর নির্ভরশীল? 

  • A. মনোবিজ্ঞান
  • B. মৃত্তিকাবিজ্ঞান
  • C. রাষ্ট্রবিজ্ঞান
  • D. সমাজবিজ্ঞান
View Answer Discuss in Forum Workspace Report

145 . রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি সীমাবদ্ধ থাকে- i. মানব সমাজের ক্রমবিকাশের মধ্যে  ii. মানুষের রাজনৈতিক জীবন বিশ্লেষণে  iii. রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক নির্ধারণে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

146 . রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অধ্যয়ন পদ্ধতির ক্ষেত্রে বলা যায়- i. সমাজবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতি নৃতাত্ত্বিক  ii. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন পদ্ধতি ঐতিহাসিক বিশ্লেষণধর্মী  iii. উভয়েই গাণিতিক পদ্ধতি ব্যবহার করে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

147 . সমাজ বিশ্লেষণে সার্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয় কোন শাস্ত্রে?

  • A. সমাজবিজ্ঞানে
  • B. রাষ্ট্রবিজ্ঞানে
  • C. অর্থনীতিতে
  • D. সমাজকল্যাণে
View Answer Discuss in Forum Workspace Report

148 . ইতিহাসকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন কে?

  • A. অগাস্ট কোঁৎ
  • B. ইবনে খালদুন
  • C. হার্বার্ট স্পেন্সার
  • D. এমিল ডুর্খেইম
View Answer Discuss in Forum Workspace Report

149 . সমাজবিজ্ঞানীরা সাধারণত- i. একটা সাধারণীকৃত সূত্র নিয়ে কাজ করেন  ii. অনুরূপ কতকগুলো ঘটনার ফলাফল প্রেক্ষিতে সূত্র যাচাই করেন  iii. আন্তঃমানবিক সম্পর্কবিষয়ক যাবতীয় কর্মকাণ্ড বিশ্লেষণ করেন  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

150 . ইতিহাসে প্রাপ্ত ঘটনাবলিকে কারা ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন? 

  • A. রাষ্ট্রবিজ্ঞানীরা
  • B. সমাজবিজ্ঞানীরা
  • C. নৃবিজ্ঞানীরা
  • D. মনোবিজ্ঞানীরা
View Answer Discuss in Forum Workspace Report

151 . সমাজবিজ্ঞানের কোন শাখা সমাজকাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে?

  • A. নগর সমাজবিজ্ঞান
  • B. পরিবেশের সমাজবিজ্ঞান
  • C. শিল্প সমাজবিজ্ঞান
  • D. সামাজিক পরিসংখ্যান
View Answer Discuss in Forum Workspace Report

152 . সমাজবিজ্ঞানের প্রকৃতি অনুধাবন করা যায় এর- i. বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান কার্যক্রম পর্যালোচনা থেকে  ii. তত্ত্ব ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ থেকে  iii. সামাজিক বিষয়াবলির বিশ্লেষণধর্মী ও যুক্তিনির্ভর আলোচনা থেকে নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

153 . সমাজবিজ্ঞানের বিশ্লেষণমূলক মতবাদ প্রয়োগ করা যায়-  i. সমাজের মানুষের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা পরিমাপের বিশ্লেষণে  ii. দুই বা ততোধিক ঘটনার মধ্যে নির্ভরশীল সম্পর্ক বিচারের ক্ষেত্রে  iii. সামাজিক জীবনকে সামগ্রিকভাবে অধ্যয়ন (study) করার ক্ষেত্রে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

154 . সমাজবিজ্ঞানের প্রকৃতি এর বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণের মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায়। এতে ফুটে ওঠে- i. বিজ্ঞানভিত্তিক পাঠ  ii. সমাজকাঠামো অধ্যয়ন  iii. প্রাকৃতিক বিশ্লেষণ  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

155 . যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-

  • A. বৈজ্ঞানিক প্রক্রিয়া
  • B. বৈজ্ঞানিক কল্পনা
  • C. বৈজ্ঞানিক পদ্ধতি
  • D. বৈজ্ঞানিক আলোচনা
View Answer Discuss in Forum Workspace Report

156 . কোনটি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহের বিচার বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়?

  • A. রাষ্ট্রবিজ্ঞান
  • B. সমাজবিজ্ঞান
  • C. মনোবিজ্ঞান
  • D. অর্থনীতি
View Answer Discuss in Forum Workspace Report

157 . সমাজবিজ্ঞানের যেকোনো আলোচনা, গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ কেমন হওয়া যুক্তিসঙ্গত?

  • A. বস্তুনিষ্ঠ
  • B. নিরপেক্ষ
  • C. বিজ্ঞানসম্মত
  • D. প্রত্যয়ভিত্তিক
View Answer Discuss in Forum Workspace Report

158 . i CH3-CH3iiCH3COOHiiiCH3NO2

  • A. iও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i, ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : 2022-2023 (Set code: N) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2023
More

159 . কোন কোন সমাজচিন্তাবিদ দার্শনিক পদ্ধতিতে সমাজকে বিচার-বিশ্লেষণ করেছেন? 

  • A. ভিকো ও ডুর্খেইম
  • B. ডুর্খেইম ও অগাস্ট কোঁৎ
  • C. ম্যাকাইভার ও কোঁৎ
  • D. ভিকো ও ইবনে খালদুন
View Answer Discuss in Forum Workspace Report

160 . অতীতকালের সামাজিক ঘটনাবলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থাকে সমাজবিজ্ঞানে কী হিসেবে আখ্যায়িত করা হয়? 

  • A. ঘটনা অনুসন্ধান পদ্ধতি
  • B. সামাজিক জরিপ পদ্ধতি
  • C. ঐতিহাসিক পদ্ধতি
  • D. পরীক্ষণ পদ্ধতি
View Answer Discuss in Forum Workspace Report

161 . কোন পদ্ধতিতে সমাজ বিশ্লেষণ করতে গেলে গবেষককে 'Secondary Source'-এর সাহায্য নিতে হয়? 

  • A. নমুনা জরিপ
  • B. ঐতিহাসিক
  • C. তুলনামূলক
  • D. ঘটনা জরিপ
View Answer Discuss in Forum Workspace Report

162 . কোন পদ্ধতিতে সামাজিক প্রপঞ্চসমূহের অন্তর্নিহিত রূপ বা তাৎপর্য সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয়?

  • A. পর্যবেক্ষণ
  • B. ভারস্টেহেন
  • C. নমুনা জরিপ
  • D. ঘটনা জরিপ
View Answer Discuss in Forum Workspace Report

163 . জরিপ পদ্ধতির প্রধান লক্ষ্য হলো- i. সামাজিক অবস্থাকে বিশ্লেষণ করা  ii. সুনির্দিষ্ট সমাজের গবেষণা করা  iii. সমাজের অতীত অবস্থা পর্যালোচনা করা  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

164 . ঐতিহাসিক পদ্ধতিতে সমাজ বিশ্লেষণ করতে গবেষকের কোন ধরনের উৎসের প্রয়োজন? 

  • A. নিজস্ব পর্যবেক্ষণ
  • B. সুনির্দিষ্ট প্রশ্নমালা
  • C. নিয়ন্ত্রিত দল
  • D. সরকারি দলিল
View Answer Discuss in Forum Workspace Report

165 . সামাজিক জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য হলো- i. উন্নয়নমূলক সামাজিক কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে  ii. প্রকল্প প্রণয়ন ও তত্ত্ব উন্নয়নকল্পে ব্যবহৃত পরীক্ষামূলক নকশার ক্ষেত্র প্রস্তুত করে  iii. এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধিত্বশীল অংশ  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

166 . তুলনামূলক পদ্ধতির বিশেষ গুরুত্ব হলো-  i. বিভিন্ন সমাজের মধ্যে সাদৃশ্য বুঝতে সাহায্য করে  ii. বিভিন্ন সমাজের তুলনামূলক বিশ্লেষণ করতে সাহায্য করে  iii. বিভিন্ন সমাজের পার্থক্য সৃষ্টিতে সাহায্য করে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

167 . যেসব ক্ষেত্রে পরিসংখ্যান একটি প্রয়োজনীয় কৌশল- i. সামাজিক প্রপঞ্চসমূহের ক্ষেত্রে  ii. গুণগত তথ্যের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে  iii. সামাজিক তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

168 . সালোকসংশ্লেষণে আলোর উপস্থিতিতে সংগঠিত বিক্রিয়ার নাম -

  • A. Hill reaction
  • B. TCA cycle
  • C. Calvin Cycle
  • D. Krebs cycle
  • D. Water cycle
View Answer Discuss in Forum Workspace Report
A2 ইউনিট : ২০১৪-২০১৫ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2014
More

169 . নিম্নের কোনটি সালোকসংশ্লেষণের সময় আলোক শক্তি গ্রহণ করে ?

  • A. RuBP
  • B. ATP
  • C. ChlorophyH
  • D. ADP
  • D. NADPH2
View Answer Discuss in Forum Workspace Report
A2 ইউনিট : ২০১৪-২০১৫ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2014
More

170 . বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানী মূলত প্রাকৃতিক ও সামাজিক বিষয়কে যৌক্তিক ও সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করে থাকে-  i. প্রাকৃতিক বিষয়  ii. সামাজিক বিষয়  iii. আধ্যাত্মিক বিষয়  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

171 . সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির অনুসারী, কারণ সমাজবিজ্ঞান-  i. সমাজের ঘটনা বিশ্লেষণে কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান করে  ii. সমাজজীবনের কোনো ঘটনা বা সমস্যা অনুসন্ধানে বহু পদ্ধতি প্রয়োগ করে  iii. তত্ত্ব সৃষ্টিতে অনুমিত সিদ্ধান্ত বা হাইপোথিসিস গঠন করে  নিচের কোনটি সঠিক ?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

172 . ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন- i. মানব ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য  ii. ঐতিহাসিক ঘটনা উপলব্ধির জন্য  iii. ইতিহাসকে সঠিভাবে বিশ্লেষণের জন্যে নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

173 . অগাস্ট কোঁতের মতে, সামাজিক প্রপঞ্চগুলোর বিশ্লেষণ কয়টি দৃষ্টিকোণ থেকে হতে পারে? 

  • A. ২টি
  • B. ৩টি
  • C. ৪টি
  • D. ৫টি
View Answer Discuss in Forum Workspace Report

174 . হার্বাট স্পেন্সার সমাজকে বিশ্লেষণ করতে গিয়ে ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন-  i. ইতিহাসকে  ii. জীববিজ্ঞানকে  iii. পদার্থবিজ্ঞানকে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

175 . এমিল ডুর্খেইমের সমাজ বিশ্লেষণের উপাদান কোনটি? 

  • A. জৈবিক সংহতি
  • B. যান্ত্রিক সংহতি
  • C. শ্রমবিভাজন
  • D. দৃষ্টবাদ
View Answer Discuss in Forum Workspace Report

176 . আমলাতন্ত্র বছরের পর বছর ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকার কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?

  • A. আনুষ্ঠানিকতা
  • B. লাল ফিতার দৌরাত্ম্য
  • C. শৃঙ্খলাবোধ
  • D. পদসোপন নীতি
View Answer Discuss in Forum Workspace Report

177 . ডুর্খেইম কোন গ্রন্থে বিভিন্ন দেশের আত্মহত্যার সংখ্যাতাত্ত্বিক বিবরণ ও বিশ্লেষণ দেন ?

  • A. Egoistic Suicide
  • B. Altruistic Suicide
  • C. Anomic Suicide
  • D. The Suicide
View Answer Discuss in Forum Workspace Report

178 . ডুর্খেইম কোন তত্ত্ব দ্বারা অংশ ও সমগ্রকের সম্পর্ক বিশ্লেষণ করেছেন? 

  • A. বিবর্তনবাদ
  • B. জৈবিক সাদৃশ্য
  • C. ক্রিয়াবাদী
  • D. মহাপ্রাণবাদ
View Answer Discuss in Forum Workspace Report

179 . ডুর্খেইম 'The Elementary Forms of Religious Life' গ্রন্থে-  i. ধর্মের সংজ্ঞা প্রদান করেন  ii. ধর্মের চারটি দিকের কথা বলেছেন  iii. ধর্মের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ প্রদান করেন  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

180 . মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বের বিশ্লেষণ রয়েছে কোন গ্রন্থে

  • A. Das Kapital
  • B. The German Ideology
  • C. Communist Manifesto
  • D. The Suicide
View Answer Discuss in Forum Workspace Report

181 . কোন প্রত্যয়ের মাধ্যমে মানুষের চিন্তাধারার বিশ্লেষণ করা হয় সামাজিক সম্পর্কের ভিত্তিতে? 

  • A. সামাজিক সংহতি
  • B. উৎপাদন সম্পর্ক
  • C. উৎপাদন শক্তি
  • D. সামাজিক বাস্তবতা
View Answer Discuss in Forum Workspace Report

182 . প্রোটিন সংশ্লেষণ মোট অ্যামাইনো এসিড থাকে?

  • A. 28
  • B. 20
  • C. 10
  • D. 18
View Answer Discuss in Forum Workspace Report
G ইউনিট : 2014-2015 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2014
More

183 . ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞান যে যুক্তিসঙ্গত কাজ সম্পন্ন করে-  i. সামাজিক কর্মকান্ডের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি ii. যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা প্রদান  iii. ইতিহাস বিশ্লেষণ করে  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

184 . C3 উদ্ভদে সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ কি?

  • A. অক্সালোঅ্যাসিটিক এসিড
  • B. ফসফোগ্লিসারিক এসিড
  • C. পাইরুভক এসিড
  • D. মালিক এসিড
View Answer Discuss in Forum Workspace Report
F ইউনিট : 2014-2015 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2014
More

185 . কোন হ্যালাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না ?

  • A. NF₃
  • B. PCl₅
  • C. NCl₃
  • D.
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2014-2015 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2014
More

186 . যে ধাতুকে প্রকৃতি প্রত্যয় রূপে বিশ্লেষণ করা যায় না তাকে বলে-

  • A. মৌলিক ধাতু
  • B. নাম ধাতু
  • C. সাধিত ধাতু
  • D. সমধাতুজ কর্ম
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : ২০১৪-২০১৫ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2014
More

187 . পরীক্ষাগারে সর্বপ্রথম সংশ্লেষিত জৈব যৌগের নাম কি?

  • A. ইথেন
  • B. ইউরিয়া
  • C. অ্যাসিটিক এসিড
  • D. অক্সালিক এসিড
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : 2013-2014 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2013
More

188 . সমাজবিজ্ঞানী গিসবার্টের পরিবারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়- i. পরিবার হলো গোষ্ঠী  ii. পরিবার একটি জৈব একক  iii. পরিবারের মাধ্যমে স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক নিয়ন্ত্রিত হয়  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

189 . নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ ?

  • A. গলিত NaCl
  • B. CHCOOH
  • C. Ca(OH)₂
  • D.
View Answer Discuss in Forum Workspace Report
H ইউনিট : 2013-2014 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2013
More

190 . NCl₃ পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয় ?

  • A. NH3,HOCl
  • B. NH3,H2O
  • C. NH4OH,HCl
  • D.
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2013-2014 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2013
More

191 . পরিসংখ্যান কাজে ব্যবহৃত পরিমিতরেখা বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিচ্যুতি ব্যবহার করা হয়? 

  • A. আদর্শ
  • B. গড়
  • C. চতুর্থাংশীয়
  • D. পরিসর
View Answer Discuss in Forum Workspace Report

192 . আদর্শ বিচ্যুতি ব্যবহার করা হয়- i. উপাত্তসমূহের কেন্দ্রীয় মান কতটুকু প্রতিনিধিত্বশীল তা যাচাই করার জন্য ii. শিল্প পণ্যের উৎকর্ষ নিয়ন্ত্রণে iii. বিভিন্ন নিবেশনের কালীন সারি বিশ্লেষণে নিচের কোনটি সঠিক?

  • A. iও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

193 . মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালায় ব্যক্তির প্রতিক্রিয়া যে মানকের সাহায্যে বিশ্লেষণ হয়। তা হচ্ছে- i. প্রশ্নমালা মানকii. যথার্থতা মীনকiii. চিকিৎসা মানকনিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i, ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

194 . অপ্রক্ষেপণমূলক অভীক্ষায় সরাসরি কথার মাধ্যমে-i. ব্যক্তিত্ব চাপমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয়ii. ব্যক্তিত্ব সংঘাতমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয়iii. ব্যক্তিত্ব দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয় নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i, ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

195 . জাতীয় আয় , সঞ্চয় , সুদের হার , মুদ্রাস্ফিতি সম্পর্কে জানতে কোন পরিবেশ বিশ্লেষণ করা প্রয়োজন -

  • A. সামাজিক
  • B. রাজনৈতিক
  • C. আইনগত
  • D. অর্থনৈতিক
  • D. প্রতিযোগিতামূলক
View Answer Discuss in Forum Workspace Report
C1 ইউনিট : ২০১২-২০১৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2012
More

196 . কোন ধরনের ব্যাকটেরিয়া মানুষের পরিপাক্তন্ত্রের বিভিন্ন ভিটামিন সংশ্লেষণ করে?

  • A. Clostridium butricum
  • B. E. coli
  • C. Agrobacterium tumefaciens
  • D. Tricoderma konigi
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : 2012-2013 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2012
More

197 . কোন একটি নীতির ভিত্তিতে কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহ বিশ্লেষণের প্রক্রিয়া কি বলে?

  • A. সংজ্ঞা
  • B. যৌগিক বিভাগ
  • C. গুনগত বিভাগ
  • D. বিধেয়ক
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More

198 . নিচের কোন কোডন প্রোটিন সংশ্লেষণর সমাপ্তি নির্দেশ করে?

  • A. ATC
  • B. AAG
  • C. AAt
  • D. AAA
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More

199 . সালোকসংশ্লেষণের আলোক বিক্রিয়া ঘটে কোথায়?

  • A. স্ট্রোমাতে
  • B. মাইটোকন্ডিয়াতে
  • C. গ্রানাতে
  • D. লিউকোপ্লাস্ট
View Answer Discuss in Forum Workspace Report
G ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More

200 . কোনটি DNA এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে?

  • A. ক্রোমোসোম
  • B. রাইবোসোম
  • C. সেন্ট্রোসোম
  • D. লাইসোসোম
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More

201 . প্রোটিনকে ক্ষার সহযোগে আর্দ্র-বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ?

  • A. অ্যামাইনো এসিড
  • B. গ্লুকোজ
  • C. ফ্রুক্টোজ
  • D. পেকটিন
  • D. ক্যাফেইন
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০১২-২০১৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2012
More

202 . নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রো-বিশ্লেষিত হয়?

  • A. SiCl₄
  • B. PbCl₄
  • C. CCl₄
  • D.
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ২০১২-২০১৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2012
More

203 .  প্রোটন সংশ্লেষনে কোষীয় কোন অঙ্গাণু মুখ্য ভূমিকা পালন করে?

  • A. গরগিবডি
  • B. মাইটোকন্ডিয়া
  • C. পারঅক্সিসোম
  • D. রাইবোসেম
View Answer Discuss in Forum Workspace Report
G ইউনিট : 2011-2012 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2011
More

204 . একটি জৈবজৌগ, C2H₆ ওজোনীকরণের পর জিংকের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করতে দুইটি উৎপাদ দেয় যার একটি অ্যাসিটোন। C2H₆ এর সঠিক গঠন কি?

  • A. CH₃CH₂CH=C(CH₃)₂
  • B. CH₃CH₂C(CH₃)=CHCH₃
  • C. (CH₃)₂CHCH=CHCH₃
  • D.
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ২০১১-২০১২ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2011
More

205 . প্রোটিন সংশ্লেষণ সম্পাদিত কোড নয় কোনটি?

  • A. ACT
  • B. ACA
  • C. ACG
  • D. AAC
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2011-2012 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2011
More

206 . জলীয় দ্রবণে KBr এর তড়িৎ বিশ্লেষনে প্রাপ্ত উৎপাদন প্রাপ্ত উৎপাদ দুটি হবে

  • A. ধাতব পটাশিয়াম এবং ব্রোমিন
  • B. হাইড্রোজন এবংব্রোমিন
  • C. ধাতব পটাশিয়াম এবং অক্সিজন
  • D. অক্সিজেন এবং ব্রোমিন
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2011-2012 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2011
More

207 . পণ্য ডিজাইনের পর্যায়ে ধারণা উন্নয়নে যে সকল কার্য সম্পাদন করা হয় তা হলো—i. ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা পর্যালোচনা করা ii. প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ iii. প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i, ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

208 . যদি X এর Y এর নির্ভরাংক সমীকরণটি 8X-5Y+33=0 এবং Y এর উপর X এর নিরভরাংক সমীকরণটি 5X-2Y-107=0 হয় তবে X ও Y এর সংশ্লেষাংক কত?

  • A. ৪৪
  • B. ৫৩
  • C. ৪৬৫
  • D. কোনটিই নয়
View Answer Discuss in Forum Workspace Report
C ইউনিট : 2010-2011 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2010
More

209 . প্রোটিনকে ক্ষার সহযোগে আর্দ্র-বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ?

  • A. অ্যামাইনো এসিড
  • B. গ্লুকোজ
  • C. ফ্রুক্টোজ
  • D. পেকটিন
  • D. ক্যাফেইন
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০১০-২০১১ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2010
More

210 . স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য শর্ত, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় — 

  • A. এটি নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে
  • B. নাগরিকের স্বাধীনতা রক্ষা করে
  • C. নাগরিকের জন্য আইন প্রণয়ন করে
  • D. নাগরিকের জন্য প্রণীত আইন বাস্তবায়ন করে
View Answer Discuss in Forum Workspace Report

211 . বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?

  • A. সচেতনতা বৃদ্ধি
  • B. শক্তি প্রদর্শন
  • C. সহমর্মিতা দেখানো
  • D. সমতা বিধান
View Answer Discuss in Forum Workspace Report

212 . পরিবেশ নারীবাদ সম্বন্দ্বে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিশ্লেষণের অবতারণা করেছেন  i.ওয়ারেন  ii.মারাই বুকিন  iii.ভ্যালেরি স্মিথ  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

213 . বায়ু দূষণের প্রভাব বিশ্লেষণে  পরিলক্ষিত হয়-  i.এসিড বৃষ্টি হওয়া  ii.মারাত্মক রোগের প্রকোপ বাড়া iii.শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যবহৃত হওয়া  নিচের কোনটি সঠিক?

  • A. i ও ii
  • B. i ও iii
  • C. ii ও iii
  • D. i ii ও iii
View Answer Discuss in Forum Workspace Report

214 .  বিক্ষেপ চিত্র বিন্দুগুলো নিম্নগামী রেখা বরাবর থাকলে সংশ্লেষাংক r এর মান কোনটি সঠিক ?

  • A. 0
  • B. 0.5
  • C. -0.5
  • D. 1
  • D. -1
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৭-২০০৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2007
More

215 . সংশ্লেষাংক r এর মান -

  • A. − ∞ ≤ r ≤ ∞
  • B. − ∞ ≤ r ≤ 0
  • C. 0 ≤ r ≤ 1
  • D. − 1 ≤ r ≤ 1
  • D. 0 ≤ r ≤ 2
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৭-২০০৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2007
More

216 . তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে-

  • A. তড়িৎ প্রলেপন
  • B. ইলেকট্রো টাইপিং
  • C. ধাতু নিষ্কাশন
  • D. ধাতু শোধন
  • D. সবগুলি
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৬-২০০৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2006
More

217 . দু'টি চলক x ও y এর মধ্যকার সশ্লেষাংক 0.75 হলে x-এর মান বৃদ্ধিতে y-এর মানের পরিবর্তন কিরূপ হবে ?

  • A. কমবে
  • B. কমে আবার বাড়বে
  • C. পরিবর্তিত থাকবে
  • D. বেড়ে আবার কমবে ক
  • D. বাড়বে
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৬-২০০৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2006
More

218 . সেলুলোজকে সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় ________

  • A. ফ্রুকটোজ
  • B. সেলুকয়োজ
  • C. গ্যালাকটোজ
  • D. গ্লুকোজ
  • D. ম্যানেজ
View Answer Discuss in Forum Workspace Report
A ইউনিট : ২০০৫-২০০৬ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2005
More

219 . প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?

  • A. লাইসোসোম
  • B. মাইক্রোসোম
  • C. রাইবোসোম
  • D. সেন্টোসোম
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট (2003-2004) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2003
More

220 . একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1L পানিতে 0.030 g আর্সেনিক পাওয়া গেল। ঐ পানিতে আর্সেনিকের ঘনমাত্রা ।

  • A. 3 ppm
  • B. 300 ppm
  • C. 30 ppm
  • D. 3000 ppm
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট (2002-2003) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2002
More

221 . C4 উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ -

  • A. ফসফোগ্লিসারিক এসিড
  • B. অক্সালো অ্যাসিটিক এসিড
  • C. ফসফোইনোল পাইরুভিক এসিড
  • D. রাইবোলোজ 5 ফসফেট
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More

222 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়  O 2    পানি থেকে আসে । এ তথ্য আবিষ্কার করেন -

  • A. ভ্যান নেইল
  • B. রবিন হিল
  • C. রবার্ট হিল
  • D. স্যামুয়েল রুবেন
View Answer Discuss in Forum Workspace Report
ক ইউনিট ১৯৯৬-১৯৯৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1996
More

223 . সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজের সঙ্গে কত অণু অক্সিজেন তৈরি হয় ?

  • A. 12
  • B. 6
  • C. 4
  • D. 2
View Answer Discuss in Forum Workspace Report
শিক্ষাবর্ষঃ ২০২১-২০২২ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 2021
More

224 .  কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে?

  • A. M দশায়
  • B. G 2 দশায়
  • C. S দশায়
  • D. G 1 দশায়
View Answer Discuss in Forum Workspace Report
শিক্ষাবর্ষঃ ২০২১-২০২২ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 2021
More

225 . বিদ্যুৎ বিশ্লেষণের সূত্র প্রমাণের জন্য কী ব্যবহৃত হয়?

  • A. ভোল্টমিটার
  • B. ভোল্টামিটার
  • C. ভোল্টাপাইল
  • D. ম্যাগনেটোমিটার
View Answer Discuss in Forum Workspace Report
শিক্ষাবর্ষঃ ১৯৮৮-১৯৮৯ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 1988
More

226 . সালোকসংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন?

  • A. সূর্যালোক, ক্লোরোফিল, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
  • B. ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, পানি ও অক্সিজেন
  • C. কার্বন ডাই অক্সাইড ও পানি
  • D. কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল ও সূর্যালোক
View Answer Discuss in Forum Workspace Report
শিক্ষাবর্ষঃ ১৯৮৮-১৯৮৯ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 1988
More

227 . 'সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণে O2 উৎপন্ন হয় না' এটি কে পরীক্ষা করেন?

  • A. Van Niel
  • B. Robin Hill
  • C. Melvin Calvin
  • D. Hatch & Slack
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2021-2022 (Set code: H) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2022
More

228 . সালোকসংশ্লেষণের জন্য অ্যান্টেনা পিগমেন্ট কোনগুলো?

  • A. ক্লোরোফিল-a
  • B. ক্যারোটিনয়েডস ও ফাইকোবিলিন্স
  • C. ক্লোরোফিল b
  • D. উপরের সবগুলো
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2021-2022 (Set code: H) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2022
More

229 . ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় ?

  • A. NaCI
  • B. NaOH
  • C. NaO
  • D. N a H C O
View Answer Discuss in Forum Workspace Report
শিক্ষাবর্ষঃ ২০১৮-২০১৯ || মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমুহ || 2018
More

230 . উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের নিম্নলিখিত কয়টি উপাদানের কথা বলেছেন ?

  • A. ৬টি
  • B. ৫টি
  • C. ৭টি
  • D. ৮টি
View Answer Discuss in Forum Workspace Report
B Unit (Set code: I) 2021-22 || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2022
More

231 .  চিনির আর্দ্র বিশ্লেষণে প্রভাবক হিসাবে কাজ করে কোনটি?

  • A. HCl
  • B. Fe
  • C. Pt
  • D. MnO
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2020-2021 (Set code: A) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2021
More

232 .  বায়ুমণ্ডলে আলোর পরিমাণ অত্যধিক বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষণের হার-

  • A. বৃদ্ধি পায়
  • B. কমে যায়
  • C. অপরিবর্তিত থাকে
  • D. বন্ধ হয়
View Answer Discuss in Forum Workspace Report
D ইউনিট : 2020-2021 (Set code: A) || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2021
More

233 .  সকল সালোকসংশ্লেষিত সবুজ উদ্ভিদ ধারণ করে -

  • A. Chlorophyll a
  • B. Chlorophyll b
  • C. Chlorphyll c
  • D. Chloraphyll d
View Answer Discuss in Forum Workspace Report
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ২০২০-২১ || (27-11-2021) || কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা || 2021
More

234 . 9x2 − 30xy + 25y2  এর উৎপাদক বিশ্লেষণ কোনটি ?

  • A. ( 3 y − 5 x ) ( 3 y − 5 x )
  • B. ( 5 x − 3 y ) ( 5 x + 3 y )
  • C. ( 3 x − 5 y ) ( 3 x − 5 y )
  • D. ( 3 x + 5 y ) ( 3 x − 5 y )
View Answer Discuss in Forum Workspace Report
সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি পরীক্ষা-২০২৩ (শীতকালীন সেশন) || Bangladesh Navy(ভর্তি পরীক্ষা) || 2023
More

235 . গণিত CaCl2 থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 g ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে?

  • A. 94600
  • B. 96500
  • C. 48250
  • D. 19300
  • D. 95600
View Answer Discuss in Forum Workspace Report
চুয়েট-কুয়েট-রুয়েট গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ || প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা || 2021
More

236 . শ্লেষ

  • A. বিদ্রূপ
  • B. পিচ্ছিল
  • C. শুভ্র
  • D. জটিল
View Answer Discuss in Forum Workspace Report
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. (মেট্রোরেল) || টিকেট মেশিন অপারেটর (16-11-2024) || 2024
More

237 . ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রর্ণ-তূর্য্য’—এমনই দুর্দান্ত লাইন রচনার স্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম ও দ্রোহের এক অবিস্মরণীয় নাম। তিনি তার কাব্য ও গানে যেমন বিদ্রোহের ঝঙ্কার তুলেছিলেন, তেমনি প্রেমের মায়াজালে সবাইকে আকৃষ্টও করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি স্বাধীনতার কথা বলার পাশাপাশি প্রেমেও পড়েছিলেন বারবার। ভালোবেসে প্রিয় মানুষের সঙ্গে ঘরও বেঁধেছিলেন বহু বাধা উপেক্ষা করে। মহান এই কবিকে শুধু ‘বিদ্রোহী কবি’ হিসেবে আখ্যা দিলে নিঃসন্দেহে তার মানসকে খণ্ডিত করে দেখা হবে। কারণ তিনি দ্রোহের কবি যেমন সত্য, প্রেমের কবি হিসেবেও ততটা সত্য। তার কাব্য ও গানে দ্রোহের চেতনা এসেছে নির্যাতিত-নিপীড়িত মানুষদের জাগানোর জন্য আর চিরন্তন প্রেমের বাণীতে এসেছে শাশ্বত কালের মানবহূদয়ের আবেদন। এই দ্রোহী চেতনার জন্য তাকেও যে কম নির্যাতন সহ্য করতে হয়েছে, এমন নয়! ব্রিটিশ রোষানলে পড়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে শুধু তার লেখনীর জন্য। সে সময় তার রচিত অনেক সৃষ্টি ও বই বাজেয়াপ্তও করেছিল ব্রিটিশ সরকার। মানসিক কষ্ট নিয়ে নজরুল জেলে বসেই আবার রচনা করতে থাকেন বিদ্রোহী কবিতা ও সংগীত। যার মননে ও কর্মে ছিল বিদ্রোহ, তাকে কীভাবে বিদ্রোহী রচনা থেকে বিরত রাখা যায়! তিনি লিখেছেন—‘কারার ঐ লৌহকপাট /ভেঙে ফেল কর রে লোপাট /রক্ত জমাট শিকল পূজার পাষাণ-বেদী /কারার ঐ লৌহকপাট...’ নজরুলের কাব্যে রোমান্টিক কবিসত্তার সঙ্গে বিরহ-বেদনা একাত্ম হয়ে গেছে। প্রেমবিষয়ক কাব্যেও তার বিক্ষুব্ধ মনের পরিচয় পাওয়া যায়। তাই প্রেমের বেদনায় তিনি মানবিক হয়ে উঠেছেন। প্রিয়াকে হারানোর স্মৃতির মধ্যে খুঁজে ফিরেছেন হারানো প্রেমকে। তার প্রিয়া হয়েছে নিত্যকালের সঙ্গী। হূদয়ের গভীর আর্তি তার প্রেমিক-কবিসত্তাকে চিরজাগ্রত করে তুলেছে। বলগাহারা নজরুল প্রিয়াবিরহকে একটা সময় গিয়ে মেনে নিয়েছিলেন এবং পরজনমে আবার মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় লিখেছিলেন—‘পরজনমে দেখা হবে প্রিয় ভুলিও মোরে হেতা ভুলিও...’ নজরুল চেয়েছিলেন তার প্রিয়ার খোঁপার বাঁধনকে উন্মুক্ত করতে। যে উন্মুক্ততায় প্রেমের কোনো সীমাবদ্ধতা থাকবে না। প্রেম হবে চিরন্তন, সার্বজনীন। প্রত্যেকে যে প্রেমের আকাঙ্ক্ষায় উন্মত্ত থাকে, সে উপলব্ধিও নজরুল করেছিলেন। তাই তিনি লিখেছেন, ‘আমরা এই পৃথিবীতে প্রেমের পূজারী হয়ে থাকি।’মানুষকে তিনি ভালোবাসতেন, তাই মানুষের মহত্তম বৃত্তি প্রেমকে তিনি আত্ম-অনুভবে দীপ্ত করে তুলেছিলেন তার কাব্য ও গানে। মূলত আপন জীবনের গভীর বঞ্চনাবোধ থেকে হয়েছিলেন বিদ্রোহী আর প্রেমের ক্ষেত্রে হয়েছিলেন চিরবিরহী। তাই তার কাব্য ও গানে প্রেম ও দ্রোহী সত্তা একীভূত হয়ে গেছে। তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় কবি।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

238 . অনন্ত প্রেমের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের (৭ই মে, ১৮৬১ - ৭ইআগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ -২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বর্ণাঢ্য জীবন নায়িকা-বহুল; প্রেমময়। চিন্তা ও কর্মে প্রেমের বহুমাত্রিক দ্যোতনায় উজ্জ্বল তাঁর গান, কবিতা। অন্তত পাঁচটি গ্রন্থের কথা জানি, যেখানে প্রাধান্য পেয়েছেন প্রেমিক রবীন্দ্রনাথ। আলোচিত হয়েছে রবি জীবনে প্রেম। বইগুলো হলো, ভালোবাসার কাঙাল রবীন্দ্রনাথ/গোলাম মুরশিদ, ওকাম্পোর রবীন্দ্রনাথ/শঙ্খ ঘোষ, রবিজীবনী/প্রশান্ত পাল, রবীন্দ্র জীবনে নারী/মুহাম্মদ জমির হোসেন, মৈত্রেয়ী ও রবীন্দ্রনাথ/হাসনাত আবদুল হাই। তিনটি বিষয়বস্তু বারবার তার রচনায় ফিরে ফিরে এসেছে, সেগুলো হলো পূজা, প্রেম আর প্রকৃতি। কিন্তু আধ্যাত্মিকতার কথা মনে রাখলে লক্ষ্য করা যায় যে, বয়স যতো বেড়েছে, ততোই তিনি আনুষ্ঠানিক ধর্ম থেকে সরে গিয়ে মানুষের ধর্মে বিশ্বাস স্থাপন করেছেন। গানে তিনি বার বার নৈর্ব্যক্তিক ঈশ্বরের কাছে আশ্রয় এবং সান্তনা খুঁজেছেন। তা সত্ত্বেও তাঁকে যদি কোনো বিশেষ ধরনের কবি অথবা শিল্পী বলে চিহ্নিত করতেই হয়, তাহলে সম্ভবত প্রেমের কবি অথবা প্রেমের শিল্পী বলেই নাম দিতে হয়। কারণ প্রেম কেবল তার শত শত প্রেমের গান আর কবিতায় প্রকাশ পায়নি, তার প্রকৃতি এবং পূজাও প্রেমের সঙ্গে একাকার হয়ে গেছে। এই ভিন্ন ধরনের বিষয়বস্তুকে বিশ্লেষণ করে আলাদা করা যায় না। প্রেমে দেহের তুলনায় মানসিক এবং আধ্যাত্মিক যোগাযোগ ছিলো অনেক বেশি।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report