IT
Bristy Rani
01324994155
প্রশ্ন: নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ?
উত্তর :

নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র কর্তৃক ১৮৬০ খ্রি. রচিত একটি বাংলা সামাজিক নাটক।

প্রশ্ন: কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
উত্তর :

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার সুইমিং ফেডারেশন গঠিত হয়। তখন থেকে এই ফেডারেশন বাংলাদেশে সাঁতারের কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রশ্ন: পরিবেশ সম্পর্কিত আপিল আদালত কোথায় অবস্থিত?
উত্তর :

ঢাকা

প্রশ্ন: ’আটঘাট' বাঁধা’ বাগধারার অর্থ
উত্তর :

প্রস্তুতি নেওয়া

প্রশ্ন: ফকল্যান্ড স্রোত কোনটি?
উত্তর :

শীতল স্রোত

প্রশ্ন: চলক এর বৈশিষ্ট্য কোনটি?
উত্তর :

মান নির্দিষ্ট নয়

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত তারিখ?
উত্তর :

৭ মে ১৮৬১

প্রশ্ন: 'একুশে ফেব্রুয়ারী' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তর :

হাসান হাফিজুর রহমান

প্রশ্ন: বাংলাদেশের চিত্রকলায় কে 'পটুয়া' নামে পরিচিত?
উত্তর :

কামরুল হাসান

প্রশ্ন: Program' ডেভেলপমেন্ট টুলস হলো -
উত্তর :

একটি প্রোগ্রামিং টুল বা সফ্টওয়্যার ডেভেলপমেন্ট টুল হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা সফ্টওয়্যার বিকাশকারীরা অন্যান্য প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশনগুলি তৈরি, ডিবাগ, রক্ষণাবেক্ষণ বা অন্যথায় সমর্থন করতে ব্যবহার করে।

প্রশ্ন: বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস কবে পালিত হয়?
উত্তর :

প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (আইএইচও) 'বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস' হিসাবে পালন করে থাকে।

প্রশ্ন: আসিয়ান-এর সদস্য নয়-
উত্তর :

হংকং

প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের-
উত্তর :

সহযোগী

প্রশ্ন: 'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।'- উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে?
উত্তর :

আমার পথ

প্রশ্ন: ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝুকিঁসম্পন্ন দেশ-
উত্তর :

মিয়ানমার

প্রশ্ন: ফুড গাইড পিরামিডে কয়টি স্তর আছে?
উত্তর :

৫টি

প্রশ্ন: মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে—
উত্তর :

প্রত্যেকেই সমান অংশের দাবি করতে পারবেন

প্রশ্ন: 'প্রদীভ নিভে গেলো।' কোন কালের উদাহরণ?
উত্তর :

সাধারণ অতীত

প্রশ্ন: মানব শিশুদের দুধ দাঁত কয়টি?
উত্তর :

২০টি

প্রশ্ন: মানুষের দেহে কতো জোড়া ক্রোমোজোম আছে ?
উত্তর :

২৩ জোড়া

প্রশ্ন: ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তর :

৭০ বছর

প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি কে ?
উত্তর :

ভারতচন্দ্র রায়

প্রশ্ন: ভাষা আন্দোলন কত সালে এবং কত তারিখে পালিত হয় ?
উত্তর :

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি

প্রশ্ন: 'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
উত্তর :

উপন্যাস

প্রশ্ন: সনেটের প্রবতক কে
উত্তর :

মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন: ঢাকা প্রথম কবে রাজধানী হয়
উত্তর :

১৬১০ সালে

প্রশ্ন: ‘ননীর পুতুল’ বাগধারাটির অর্থ কী?
উত্তর :

অল্প শ্রমে কাতর

প্রশ্ন: বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
উত্তর :

মহাস্থানগড়

প্রশ্ন: কবর' নাটকটির লেখক কে?
উত্তর :

মুনীর চৌধুরী

প্রশ্ন: বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর :

আজাদী

প্রশ্ন: কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?
উত্তর :

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার।

প্রশ্ন: 'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
উত্তর :

উপন্যাস

প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
উত্তর :

মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন: রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
উত্তর :

AB+

প্রশ্ন: বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কোন সালে?
উত্তর :

১ ডিসেম্বর ১৯৮০

প্রশ্ন: জসিমউদদীন এর প্রথম লেখা কোনটি?
উত্তর :

রাখালি

প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
উত্তর :

প্রমথ চৌধুরী

প্রশ্ন:
উত্তর :

শামসুদ্দীন আবুল কালাম

প্রশ্ন: ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহ রচিত গ্রন্থ
উত্তর :

বাংলা ভাষার ইতিবৃত্ত

প্রশ্ন: জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
উত্তর :

1899

প্রশ্ন: কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
উত্তর :

সত্যেন্দ্রনাথ দত্ত

প্রশ্ন: গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
উত্তর :

তিন প্রকার

প্রশ্ন: আরব লীগ কত সালে গঠিত হয়েছিল?
উত্তর :

১৯৪৫

প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলাের গড় কত?
উত্তর :

১০

প্রশ্ন: কোন সংক্রমন ব্যাধি পৃথিবী হতে নির্মূল হয়েছে?
উত্তর :

বসন্ত,রাইন্ডারপেষ্ট

প্রশ্ন: কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয় ?
উত্তর :

Agarics composters

প্রশ্ন: একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তর :

হাসান হাফিজুর রহমান