IT
ফাতেমা আক্তার কানিজ
01605159806
প্রশ্ন: জসিমউদদীন এর প্রথম লেখা কোনটি?
উত্তর :

রাখালী

প্রশ্ন: Verb কী
উত্তর :

যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

প্রশ্ন: ভারতে মুঘল শাসকদের ধমীয় নীতি
উত্তর :

ভারতীয় ধর্মে একাধিক অর্থ সহ মূল ধারণা, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ধর্ম এবং অন্যান্য।

প্রশ্ন: মানব শিশুদের দুধ দাঁত কয়টি?
উত্তর :

২০ টি

প্রশ্ন: ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তর :

৭০ বছর

প্রশ্ন: ঢাকা কত সালে রাজধানী হিসেবে স্বীকৃতি পায়?
উত্তর :

১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে।

প্রশ্ন: পরিবেশ সম্পর্কিত আপিল আদালত কোথায় অবস্থিত?
উত্তর :

ঢাকা

প্রশ্ন: মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে—
উত্তর :

প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন

প্রশ্ন: ব্যাকটেরিওফাজ এক প্রকার -
উত্তর :

ব্যাকটেরিয়া হল এক ধরনের এককোষী জীব যা প্রোকারিওটিক।

প্রশ্ন: চলক এর বৈশিষ্ট্য কোনটি?
উত্তর :

মান নির্দিষ্ট নয়

প্রশ্ন: 'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর :

ম্যাকাইভারের

প্রশ্ন: কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই ক্রয় করে, তখন তাকে কী বলে?
উত্তর :

কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে তখন তাকে ট্রেজারি স্টক বলে।

প্রশ্ন: কোন সংক্রমন ব্যাধি পৃথিবী হতে নির্মূল হয়েছে?
উত্তর :

পৃথিবী থেকে মাত্র দু'টি রোগই নির্মূল করা সম্ভব হয়েছে টিকা দেওয়ার মাধ্যমে। এর একটি হলো স্মল পক্স, বাংলায় যাকে গুটি বসন্ত বলা হয়।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তর :

বাংলার সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র।

প্রশ্ন: কল্যাণীর বাবা পেশায় কী ছিলেন?
উত্তর :

ডাক্তার

প্রশ্ন: ঢাকায় লালবাগের দুর্গ কে নির্মাণ করেন?
উত্তর :

এর নির্মাণ শুরু করেছিলেন যুবরাজ মুহাম্মদ আজম শাহ , যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং একজন ভবিষ্যত মুঘল সম্রাট। রাজপুত্রকে তার পিতা প্রত্যাহার করার পর, শায়েস্তা খান দুর্গের নির্মাণ তত্ত্বাবধান করেন।

প্রশ্ন: কোনটি-রোকেয়া-সাখাওয়াত-হোসেনের-গ্রন্থ-নয়?
উত্তর :

মৃণালিনী

প্রশ্ন: ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত টাকা
উত্তর :

৪ লাখ ২৬৬ কোটি টাকা

প্রশ্ন: প্রদোষে প্রাকৃতজন' - এর প্রধান উপজীব্য কী?
উত্তর :

ইতিহাস

প্রশ্ন: যে কর্ষণ করে তাকে কি বলে? যে-কর্ষণ-করে-তাকে-কি-বলে? 1. কৃষক 2. কামার 3. কাঁসারী 4. রাখাল
উত্তর :

কৃষক

প্রশ্ন: ১৪ লাইন ১৪ অক্ষরের কবিতাকে কি বলা হয়?
উত্তর :

সনেট

প্রশ্ন: আমার দেখা নয়াচীন' কে লিখেছিলেন?
উত্তর :

শেখ মুজিবুর রহমান

প্রশ্ন: ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিশতজন্মবর্ষ পালিত হল-
উত্তর :

মাইকেল মধুসূদন দত্তের

প্রশ্ন: সন্তান জন্মের পর বাম কানে কী দিতে হয়?
উত্তর :

ইকামত

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উচু বিল্ডিং কোনটি?
উত্তর :

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উত্তর :

সত্যজিত রায়

প্রশ্ন: আনন্দবিহার কোথায় অবস্থিত?
উত্তর :

ময়নামতি

প্রশ্ন: ব্রাজিলের ভাষা কি?
উত্তর :

পর্তুগিজ

প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর :

বাংলাদেশ ব্যাংক

প্রশ্ন: বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
উত্তর :

গিরিশচন্দ্র সেন

প্রশ্ন: 4G প্রথম কোথায় চালু হয়?
উত্তর :

4G প্রথম চালু হয়--২০০৬ সালে দক্ষিন কোরিয়ায়

প্রশ্ন: নৈতিক শিক্ষা শুরু হয় কোথা থেকে?
উত্তর :

পরিবার

প্রশ্ন: বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?
উত্তর :

প্রতি বৎসর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনা দিবস পালন করা হয়।

প্রশ্ন: কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
উত্তর :

১৯৭২ সালে

প্রশ্ন: কোন উদ্ভিদে অনুবীজের মাধ্যমে প্রজনন হয়?
উত্তর :

ফার্ণ

প্রশ্ন: ২ টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
উত্তর :

২২.৫ ডিগ্রী