IT
Faria
01974257391
প্রশ্ন: 'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
উত্তর :

উপন্যাস

প্রশ্ন: ভাষা আন্দোলন কত সালে এবং কত তারিখে পালিত হয় ?
উত্তর :

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি

প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি কে ?
উত্তর :

ভারতচন্দ্র রায়

প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের-
উত্তর :

সহযোগী

প্রশ্ন: ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি?
উত্তর :

রোনাল্ডো

প্রশ্ন: কোনটি 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'?
উত্তর :

power point

প্রশ্ন: 'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।'- উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে?
উত্তর :

আমার পথ

প্রশ্ন: ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝুকিঁসম্পন্ন দেশ-
উত্তর :

মিয়ানমার

প্রশ্ন: কয়টি কৌশল ব্যবহার করে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয়?
উত্তর :

২টি কৌশল ব্যবহার করে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয়। যথাঃ ১। সময়, ২। সুদের হার

প্রশ্ন: প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত?
উত্তর :

পর্তুগিজ

প্রশ্ন: মূলের সাহায্যে প্রজনন করে--
উত্তর :

ডালিয়া ডালিয়া, পটোল, কাঁকরোল মূলের সাহায্যে প্রজনন করে থাকে। এদের যেকোনো একটির মূল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দিলে তা থেকেই স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয়। এ ধরনের প্রজননকে স্বাভাবিক অঙ্গজ প্রজনন বলে।

প্রশ্ন: RAM এর পূর্ণরুপ কি
উত্তর :

random-access memory

প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?
উত্তর :

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রশ্ন: আসিয়ান-এর সদস্য নয়-
উত্তর :

হংকং

প্রশ্ন: পরিবেশ সম্পর্কিত আপিল আদালত কোথায় অবস্থিত?
উত্তর :

ঢাকা

প্রশ্ন: চলক এর বৈশিষ্ট্য কোনটি?
উত্তর :

মান নির্দিষ্ট নয়

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
উত্তর :

মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।

প্রশ্ন: একুশের কৃষ্ণচূড়া আমাদের কীসের রং?
উত্তর :

আমাদের চেতনার

প্রশ্ন: একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির ওপর নির্ভরশীল?
উত্তর :

বাইনারি নাম্বার(০-১)

প্রশ্ন: কারা পাবলিক লিমিটেড কোম্পানি মালিক?
উত্তর :

শেয়ার হোল্ডারগণ

প্রশ্ন: বাংলাদেশের চিত্রকলায় কে 'পটুয়া' নামে পরিচিত?
উত্তর :

কামরুল হাসান

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত তারিখ?
উত্তর :

১৮৬১

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত তারিখ?
উত্তর :

৭ মে ১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১(২৫ বৈশাখ ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন: ফুড গাইড পিরামিডে কয়টি স্তর আছে?
উত্তর :

৫ টি

প্রশ্ন: ফুড গাইড পিরামিডে কয়টি স্তর আছে?
উত্তর :

৫ টি

প্রশ্ন: ধ্বনি পরিবর্ত কত প্রকার
উত্তর :

তিন প্রকার। ধ্বনির পরিবর্তন তিন প্রকার। যথাঃ ধ্বন্যাগম, ধ্বনিলোপ ও ধ্বনির রূপান্তর।

প্রশ্ন: মানব শিশুদের দুধ দাঁত কয়টি?
উত্তর :

২০ টি

প্রশ্ন: মানুষের দেহে কতো জোড়া ক্রোমোজোম আছে ?
উত্তর :

২৩ জোড়া । কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্ব সুতার ন্যায় কতকগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া লিঙ্গ নির্ধারণ করে।

প্রশ্ন: নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন: ধুমকেতু কত বছর পর পর দেখা যায়?
উত্তর :

৭০ বছর

প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি কে ?
উত্তর :

ভারতচন্দ্র

প্রশ্ন: He climbed to the _____ of the mountain with much difficulty.
উত্তর :

top

প্রশ্ন: বদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কি ?
উত্তর :

কবিতা বন্ধুদের সম্পাদিত বিখ্যাত পরিত্রকা ‘কবিতা’ ১৯৫৪ সালে প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন: Climate shifts disrupt farming and ______ thousands of species of animals and plants.
উত্তর :

wipe out

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বৃহৎ অঙ্গ কোনটি?
উত্তর :

ত্বক

প্রশ্ন: ”শহীদ বুদ্ধিজীবী দিবস” কত তারিখে পালিত হয় ?
উত্তর :

১৪ ডিসেম্বর

প্রশ্ন: 'আধুনিক শিক্ষার জনক' বলা হয় কোন দার্শনিককে?
উত্তর :

সক্রেটিস

প্রশ্ন: কিটোসিস রোগের কারণ কি?
উত্তর :

শর্করা বিপাক

প্রশ্ন: লবণ কী ধরনের পদার্থ?
উত্তর :

যৌগিক

প্রশ্ন: Would you like to go--- a walk?
উত্তর :

for

প্রশ্ন: ‘অনুলোপ’ এর বিপরীত শব্দ?
উত্তর :

প্রতিলোপ

প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর :

কালো

প্রশ্ন: ‘চাদের হাট’ শব্দের অর্থ কি?
উত্তর :

প্রিয়জন সমাগম

প্রশ্ন: ‘লালসালু' উপন্যাসে মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী ?
উত্তর :

জমিলা

প্রশ্ন: রুই মাছের প্রতি পার্শ্বে কয়টি ফুলকা আর্চ (Gill Arches) থাকে?
উত্তর :

৫ টি

প্রশ্ন: কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয় ?
উত্তর :

মাশরুম

প্রশ্ন: It is urgent that she___.
উত্তর :

leave now

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তর :

মহাস্থানগড়

প্রশ্ন: কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি?
উত্তর :

ট্রেজারি বিল

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তর :

২৬ মার্চ

প্রশ্ন: গ্রামখানি মেঘে ঢাকা- Which is the correct translation?
উত্তর :

The village is covered by the clouds .

প্রশ্ন: 'কাচের তৈরি বাড়ি'- কে এক কথায় কী বলে?
উত্তর :

শিশমহল

প্রশ্ন: পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর :

ব্যাংক অব ইংল্যান্ড