IT
Sowmik Al Sakin
আমি bdMerit এ Data Entry কোর্সটি শেষ করে Fiverr-এ কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ! ইতোমধ্যে আমি বেশ কিছু কাজও কমপ্লিট করেছি। সত্যি কথা বলতে, আগে আমি ফ্রিল্যান্সিং-এর কিছুই জানতাম না- ডাটা এন্ট্রির বেসিক থেকে আমার শেখা শুরু। সফটওয়্যার এর কাজ, অ্যাডভান্সড টেকনোলজি ইউজ করে ডাটা এন্ট্রি , মার্কেট প্লেসে কীভাবে কাজ শুরু করতে হবে- সবকিছুই এই কোর্সের মাধ্যমে শেখা।
IT
Nusrat Bristy
bdMerit এ কোর্স করার পরে বুঝতে পেরেছি ডাটা এন্ট্রি কোর্সটি কতটা গুরুত্বপূর্ণ। এই কোর্সটি ব্যবহারিক কাজ ও কর্মক্ষেত্রের কাজ অনেক সহজ হবে। আমি ধন্যবাদ জানাই bdMerit-কে ঘরে বসে স্বল্পমূল্যে এই কোর্সটি করার সুযোগ করে দেয়ার জন্য।
IT
Adnan Shahriar
Data Entry দিয়ে কাজগুলো আসলে কেমন হয়, মার্কেটপ্লেসে কীভাবে কাজ পাওয়া যায়, টুলস গুলো কীভাবে ব্যবহার করতে হবে- এই বিষয়গুলো নিয়ে খুব সহজভাবে বিস্তারিত শেখানো হয়েছে। আমার কোর্সটা অনেক ভালো লেগেছে। খুব শীঘ্রই মার্কেটপ্লেসে কাজ শুরু করবো।
IT
Rakib Islam
আলহামদুলিল্লাহ খুব ভালো একটা Platform থেকে কাজ গুলো শিখছি এবং নিজের জায়গা থেকে খুব সুন্দর ভাবে করে যাচ্ছি। আপনারাও শুরু করতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল।
IT
Siam Sarker
আমি এই কোর্স থেকে ডেটা এন্ট্রি সম্পর্কে বিস্তারিত জ্ঞান শিখেছি। আমার পছন্দের কোর্সে অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়ানোর জন্য এবং নতুন কিছু শেখার জন্য খুব সহায়ক একটি প্ল্যাটফর্ম bdMerit.
IT
Sanjida Sorna
আমি মনে করি Skill Develop করার জন্য সেরা একটি প্লাটফর্ম হচ্ছে bdMerit. আমি এখানে Data Entry কোর্সটি শেষ করে অনেক কিছু শিখেছি। এটি আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং আমার Skill Develop করতে অনেক সাহায্য করেছে। ধন্যবাদ bdMerit কে এত সহজ ভাবে কোর্সটি করানোর জন্য।