Abu Sayem
আমার প্রথম টার্গেট ছিল আমি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গড়বো। তারপর bdMerit থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমি আমার ক্যরিয়ারে সাফল্য অর্জন করতে পেরেছি। bdMerit এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সহজে আমি আমার Skill Develop করে এখন মাসে ভালো উপার্জন করতে পারছি। আমি আমার ব্যাক্তিগত দিক থেকে বলতে পারি যে এরা কোথায় নয় কাজে বিশ্বাসী।
Md. Asaduzzaman Asad
আমি বর্তমানে ফ্রিল্যান্সিং করছি । আর আমি নতুনদের সাজেস্ট করবো অবশ্যই bdMerit-এর এই বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার জন্য । একজন নতুন ফ্রিল্যান্সিং হিসেবে আমাদের যেটি প্রয়োজন সেটি হলো স্কিল Develop করা। তাই bdMerit-এর এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটি করে একজন নিতুন ফ্রিল্যান্সিং আশা করি ফ্রিল্যান্সিং জগতে অনেক ভালো দিকে এগিয়ে যাবে এবং তাদের একটি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারবে।
Rukaiya Sharmin Ela
Skill Development-এর জন্য bdMerit আমার দেখা সেরা একটি অনলাইন প্লাটফর্ম। এখানে কোর্স করার আগে আমি খুব চিন্তিত ছিলাম যে কোর্সটি করে আমি কতটা স্কিল ডেভলোপ করতে পারবো, কিন্তু তাদের এই কোর্সের প্রত্যেকটি টপিক সুন্দর ও সাবলীল ভাবে সাজানো ছিলো। bdMerit-এর এই বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে আমি অনেক নতুন জিনিস শিখেছি যা আমি আগে জানতাম না।
Jahir Rayhan
আমি bdmerit-থেকে আমার ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছি। তাদের কোর্স সম্পর্কে আমি সত্যিই সন্তুষ্ট যেখানে আমরা আমাদের নিজস্ব সুবিধার জন্য অনেক সুযোগ পাই।
Mehedi Hasan Siam
Bdmerit-এ সকল কোর্স এর টপিক গুলো খুব সুন্দর ভাবে সাজানো এবং মেন্টররা প্রত্যেকটা বিষয় এমন সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝায় যা আমার কাছে খুব ভালো লাগে। বিডি মেরিট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমি খুব ভালো একটা স্কিল অর্জন করতে পেরেছি। তাই বিডি মেরিট সম্পর্কে বলতে গেলে এটি আমার দেখা সেরা প্রফেশনাল ট্রেনিং প্রদানকারী ই-লার্নিং প্লাটফর্ম।
Md. Naim Rahman
আমি কিছুদিন আগে bdmerit-থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটি শেষ করেছি। এর আগে আমি বিভিন্ন জায়গায় কোর্স করেছি কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে ভালো আয় করতে পারিনি। কিন্তু bdmerit-থেকে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে আমি আমার স্বপ্ন পূরণের প্রায় দারপ্রান্তে অবস্থান করছি। ধন্যবাদ bdmerit-কে
Fowjiya Yeasmin Asa
প্রথমেই, আমি bdMerit কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সটি বিশেষ মূল্যে করার সুযোগ দেওয়ার জন্য।