Sadat Hossain
আমি BdMerit থেকে CPA মার্কেটিং এর কোর্সটি শেষ করেছি। এখানে CPA মার্কেটিং এর কাজ গুলো এতো সুন্দর এবং সহজ ভাবে বুঝানো হয়েছে যেগুলো ফলো করে আমি তিন মাসের মধ্যেই ইনকাম শুরু করি। ধন্যবাদ bdMeit কে আমাদেরকে এতো সুন্দর একটি কোর্স করার সুযোগ করে দেয়ার জন্য।
Sizan Sarker
আমি bdMerit কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই CPA মার্কেটিং অনলাইন কোর্সটি বিশেষ মূল্যে করার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি এই কোর্সটি করে অনলাইন জগতে অনেক ভালো দিকে এগিয়ে যেতে পারবো এবং একটি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারবো।
Arfin Shikder Toma
আলহামদুলিল্লাহ খুব ভালো একটা Platform থেকে কাজ গুলো শিখছি এবং নিজের জায়গা থেকে খুব সুন্দর ভাবে করে যাচ্ছি। আপনারাও শুরু করতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল।
Kabbo Chowdhury
এই কোর্সটি সম্পূর্ণ করতে পেরে আমি খুবই খুশি। আমি CPA মার্কেটিং সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং সবচেয়ে বেশি শিখেছি কিভাবে Skill Develop করতে হয়।
Mahfuja Akter Mitu
একজন শিক্ষার্থী হিসেবে আমি CPA মার্কেটিং সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং সমস্ত কৃতিত্ব bdMerit-এর। তাই আমি bdMerit-এর সাফল্য কামনা করছি।
Tangimul Islam
আমি BdMerit থেকে CPA মার্কেটিং এর কোর্সটি করছি।আলহামদুল্লিাহ অনেক ভালোভাবে ক্লাশে শিখানো হয়। আমার আশা এবং বিশ্বাস শেষ পর্যন্ত ক্লাশ করলে ভাল কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ।