Discuss Forum
1.
‘ফাল্গুন > ফাগুন’–এর উদাহরণ।
- A. ব্যঞ্জন বিকৃতি
- B. ব্যঞ্জন বিকৃতি
- C. ব্যঞ্জন বিকৃতি
- D. ব্যঞ্জন বিকৃতি
Answer: Option C
Explanation:
(ব্যাখ্যা) ‘ফাল্গুন > ফাগুন’ অন্তর্হতি-এর উদাহরণ। পদের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন : ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি। শব্দ মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনির ব্যবহারকে ব্যঞ্জনবিকৃতি বলে। যেমন : কবাট > কপাট, ধােবা > ধােপা ইত্যাদি। পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটির লােপকে | ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন : বউদিদি > বউদি। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববতী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। যেমন : শুনিয়া > শুনে, বলিয়া > বলে ইত্যাদি।
Post your comments here: