Discuss Forum
1. কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়?
- A. চৈনিক লিপি
- B. চৈনিক লিপি
- C. চৈনিক লিপি
- D. চৈনিক লিপি
Answer: Option C
Explanation:
ব্রাহ্মীলিপি থেকে বাংলা লিপির উৎপত্তি সম্পর্কে এ কথা বলতে হয় যে, উত্তর ভারতেও ব্রাহ্মীলিপির আকারগত পরিবর্তন প্রক্রিয়ার কাজ শুরু হয়। কুষাণ ও গুপ্ত সম্রাটদের আমলে উত্তরী ব্রাহ্মী বর্ণগুলো বদলে যায় এবং খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে দেশভেদে এর তিনটি রূপ পরিলক্ষিত হয়। ব্রাহ্মীর এই ত্রিরূপ থেকেই উত্তর ভারতীয় আধুনিক বর্ণমালার উৎপত্তি হয়েছে। ভারতের উত্তর - পশ্চিমাঞ্চলে ব্রাহ্মীর যে বিশেষ রূপটি প্রচলিত ছিল তাকে বলা হয় 'সারদা' লিপি। উত্তর ভারতের মধ্য প্রদেশে ব্রাহ্মীলিপির যে রূপটি বিকাশ লাভ করেছিল, তা 'নাগরলিপি' নামে বিকাশ লাভ করে। আর এই 'নাগরলিপি' থেকেই 'দেবনাগরী' বর্ণমালার উদ্ভব ঘটেছে। অপরদিকে উত্তর ভারতের পূর্ব সীমান্ত অঞ্চলে ব্রাহ্মীর যে পরিবর্তিত রূপটি প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম দেওয়া হয় 'কুটিল লিপি'। 'কুটিল লিপি'র কালক্রমিক পরিণতিই যে আমাদের বাংলা লিপি সে বিষয়ে পণ্ডিতরা সবাই মোটামুটি একমত।
Post your comments here: