Discuss Forum

1. চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে?

  • A. ভারত, শিওলি
  • B. ভারত, শিওলি
  • C. ভারত, শিওলি
  • D. ভারত, শিওলি

Answer: Option B

Explanation:

গত ১৯ জানুয়ারি ২০২৪ চাঁদের বুকে পতাকা স্থাপনকারী পঞ্চম দেশ হিসেবে নাম লিখিয়েছে জাপান। দেশটির ‘মুন স্নাইপার’ নামের অনুসন্ধানকারী নভোযান সফলভাবে অবতরণ করেছে চাঁদে। অবতরণ সফল হলেও বৈদ্যুতিক সমস্যায় ভুগছে যানটি। যানটির সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদন না করায় দুশ্চিন্তায় পড়েছেন প্রকৌশলীরা। 
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যমতে, চাঁদের বুকে ‘শিওলি ক্রেটার’ নামের খাদের পাশে অবতরণ করেছে যানটি। জাপানি ভাষায় শিওলি ক্রেটার নামের অর্থ বুকমার্ক। অন্যভাবে শিওলি অর্থ বলতে কবিতাকে বোঝানো হয়। খাদের ১০০ মিটারের মধ্যে অবতরণ করা যানটির ওজন জ্বালানি ছাড়া ২০০ কেজি। যানটিতে দুটি ছোট রোভার বাহনও রয়েছে। যানটির মাধ্যমে মেয়ার নেক্টারিসের নামের একটি জায়গার তথ্য সংগ্রহ করা হবে। এই এলাকা অমৃত সাগর নামে আলোচিত। চাঁদের বিষুবরেখার প্রায় ১৫ ডিগ্রি দক্ষিণে অবস্থিত এই এলাকা।

Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.