Discuss Forum
1. স্বাধীনতার পূর্বে ১৯৭১ সালে ২৫ ফেব্রুয়ারি কোন বাঙ্গালী ক্রিকেটার জয়বাংলা স্টিকার ব্যাটে লাগিয়ে খেলে প্রতিবাদ করেছিলেন?
- A. প্রতাপ শংকর হাজরা
- B. প্রতাপ শংকর হাজরা
- C. প্রতাপ শংকর হাজরা
- D. প্রতাপ শংকর হাজরা
Answer: Option B
Explanation:
স্বাধীনতার আগে অন্যান্য ক্ষেত্রের মতো খেলাধুলাতেও অবহেলিত ছিল পূর্ব পাকিস্তান। বঞ্চনার শিকার হয়ে টেস্ট খেলার দীর্ঘদিনের লালিত স্বপ্ন অধরাই থেকে যাবে- এমনটাই জানতেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তখনই জানতে পারেন কমনওয়েলথ একাদশের বিপক্ষে পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। যে আশা নিয়ে দলে যোগ দেন, সেই আশা নিরাশায় পরিণত হতে সময় নেয়নি তার। ম্যাচের আগের দিন দল থেকে দেওয়া গ্রে নিকোলসের ব্যাটে লাগিয়ে দেওয়া হয় আইয়ুব খানের নির্বাচনী প্রতীক তলোয়ারের স্টিকার। রকিবুলের গায়ে লেগেছিল ওই ঘটনা। তিনি তলোয়ার প্রতীক নয়, মাঠে নেমেছিলেন স্বাধীনতাকামী বাঙালির জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ স্টিকার নিয়ে। সেই ঘটনা আলোড়ন তুলেছিল পুরো ক্রিকেট বিশ্বে।
Post your comments here: