Discuss Forum
1. চর্যাপদ কি?
- A. উপন্যাসধর্মী
- B. উপন্যাসধর্মী
- C. উপন্যাসধর্মী
- D. উপন্যাসধর্মী
Answer: Option B
Explanation:
চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন।
নবম ও দশম শতকে বাংলায় সংস্কৃত ছাড়াও দুটো ভাষা প্রচলিত ছিল। এর একটি হলো শৌরসেনী অপভ্রংশ এবং অন্যটি মাগধী অপভ্রংশের স্থানীয় গৌড়-বঙ্গীয় রূপ। সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এ দু'ভাষাতেই পদ, দোহা ও গীত রচনা করতেন। তাদের এ রচনাগুলোকে 'চর্যাপদ' হিসেবে আখ্যায়িত করা হয়। চর্যাপদের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- লুইপা, কাহ্নপা, শবরপা, আজদেব প্রমুখ। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে সর্বপ্রথম চর্যাপদের একটি পুঁথি উদ্ধার করেন। এখন পর্যন্ত মোট ৪৭টি চর্যাপদ পাওয়া গেছে।
Post your comments here: