Discuss Forum
1. দুপুর আড়াইটার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
- A. ১০৫°
- B. ১০৫°
- C. ১০৫°
- D. ১০৫°
Answer: Option A
Explanation:
ম্যাথটির দুইভাবে সমাধান বলবো,
প্রথম সমাধান:
ঘড়ির কাটার ১২ টা নাম্বার আছে, এবং সম্পুর্ন হতে বা এক পাক ঘুরতে ৩৬০০ অতিক্রম করতে হয়।
অর্থ্যাৎ প্রতি নাম্বারের জন্য ৩০০ অতিক্রম করতে হবে।
এখন আসি প্রশ্নের দিকে। আড়াইটা অর্থ ২ টা ৩০ মিনিট। অর্থ্যাৎ মিনিটের কাটা ৬ এর সোজা হবে। অন্যদিকে ঘন্টার কাটা ঠিক ২ এবং ৩ এর মাঝে হবে।
এখন ডিগ্রি গণনা করি। ৩ থেকে ৬ এর মধ্যবর্তী কোণ হবে ৯০ ডিগ্রি। এবং ২ এবং ৩ এর মাঝে থাকার জন্য ৩০ ডিগ্রি এর অর্ধেক ১৫ ডিগ্রি।
মোট কোণ হবে = ৯০+১৫ = ১০৫ ডিগ্রি।
দ্বিতীয় সমাধান: শর্টকাট
30H-5.5M
এখানে হলো H ঘন্টা, M হলো মিনিট।
30×2 - 5.5×30 = -105
এখানে মাইনাস নিয়ে কোন সমস্যা না।
Post your comments here: