Discuss Forum

1. ১৯ শতকের প্রথম মুসলিম লেখক-

  • A. গোলাম হোসেন
  • B. গোলাম হোসেন
  • C. গোলাম হোসেন
  • D. গোলাম হোসেন

Answer: Option C

Explanation:

সিদ্দিকী, খোন্দকার শামসুদ্দীন মোহাম্মদ উনিশ শতকের প্রথম মুসলমান গদ্যলেখক। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সর্বমঙ্গল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খোন্দকার গোলাম ফরিদ ছিলেন একজন পীর। সুফি সাধক ও তত্ত্বজ্ঞানী হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি ফকিরিমতে বহু লোককে দীক্ষিত করেন। শামসুদ্দীন নিজেও এ ধারার অনুসারী ছিলেন। তাঁর রচিত দুখানি গ্রন্থ হলো ভাবলাভ (১৮৫৩) ও উচিৎ শ্রবণ অর্থাৎ পারমার্থিক ভাব (১৮৬০)। প্রথমটি পদ্যে এবং দ্বিতীয়টি গদ্য - পদ্যের মিশ্রণে রচিত সুফিতত্ত্বের গ্রন্থ। শামসুদ্দীনের গদ্যের ভাষা আধুনিক, কিন্তু আড়ষ্ট। তবে তাঁর কবিতার ভাষা শুদ্ধ, প্রাঞ্জল ও অর্থবহ। বিশেষত গানের আঙ্গিকে রচিত কবিতায় তাঁর সৃজনশীল শক্তির পরিচয় পাওয়া যায়। ‘আমার প্রাণ - প্রেয়সী সরদ শশী হাস্যবদনী/ দীর্ঘনাসি কুটিলকেশী মৃগনয়নী/ জিজ্ঞাসিলে কেহে তুমি, কৈলাস অনুগত আমি/ যাবে কোথা জিজ্ঞাসিল আবার কামিনী। ’ তাঁর উচিৎ শ্রবণ গ্রন্থের এই গানে গজলের প্রভাব আছে।

 


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.