Discuss Forum
1. রাম সাগর কার কীর্তি?
- A. ধর্মপাল
- B. ধর্মপাল
- C. ধর্মপাল
- D. ধর্মপাল
Answer: Option B
Explanation:
রাম সাগর কার কীর্তি রামনাথ।
দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২ - ১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০ - ১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর।
রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘী। এটি বাংলাদেশের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘী। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪, ৩৭, ৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১, ০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার।
দীঘিটির পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলেপাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ৪৫.৮ মিটার এবং ১৮.৩ মিটার। দীঘিটির পাড়গুলো প্রতিটি ১০.৭৫ মিটার উঁচু।
Post your comments here: