Discuss Forum
1. "হাত হদাই" নাটকের নাট্যকার কে?
- A. সৈয়দ শামসুল হক
- B. সৈয়দ শামসুল হক
- C. সৈয়দ শামসুল হক
- D. সৈয়দ শামসুল হক
Answer: Option B
Explanation:
'হাত - হদাই' নাটকের নাট্যকার - সেলিম আল দীন
সেলিম আল দীন - এর হাত হদাই বাংলা নাট্যধারায় প্রবর্তিত কথানাট্যের ধারাকে সমৃদ্ধ করেছে। রূপকথার সার আরব্য রজনীর কাহিনী, সিন্দবাদের দুরন্ত ভ্রমণগাথা, পাশ্চাত্যের ওডিসি ও ঈনিড ভাবরস পানে মুগ্ধ সেলিম আল দীন হাত হদাই নাটক রচনা করেছেন। বঙ্গভূমির সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের মৌখিক শব্দ 'হাত হদাই'; এর আক্ষরিক অর্থ - সাত সওদা ।
সেলিম আল দীন
সেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন।
সেলিম আল দীন
সেলিম আল দীন.jpg
সেলিম আল দীন
জন্ম ১৮ আগস্ট ১৯৪৯ (বয়স ৭০)
সোনাগাজী, ফেনী, বাংলাদেশ
মৃত্যু ১৪ জানুয়ারি ২০০৮ (বয়স ৫৮)
ঢাকা, বাংলাদেশ
পেশা নাট্যকার, লেখক, অধ্যাপক
জাতীয়তা বাংলাদেশী (বাংলা)
নাগরিকত্ব বাংলাদেশী
দম্পতি বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম
তথ্য
ধারা নাটক
উল্লেখযোগ্য কাজ
কিত্তনখোলা (১৯৮৬)
কেরামতমঙ্গল (১৯৮৮)
চাকা (১৯৯১)
হরগজ (১৯৯২)
যৈবতী কন্যার মন (১৯৯৩)
হাতহদাই (১৯৯৭)
প্রাচ্য (২০০০)
নিমজ্জন (২০০২)
পুরস্কার
বাংলা একাডেমি পুরস্কার (সাহিত্য) (১৯৮৪)
একুশে পদক (২০০৭)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩, ১৯৯৪)
নান্দিকার পুরস্কার (আকাদেমি মঞ্চ কলকাতা) ১৯৯৪
শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (১৯৯৪)
মুনীর চৌধুরী সম্মাননা (২০০৫)
Post your comments here: