Discuss Forum

1. SWOT' এর পরিপূর্ণ রূপ কী

  • A. Strengths, Weaknesses, Operations. Threats
  • B. Strengths, Weaknesses, Operations. Threats
  • C. Strengths, Weaknesses, Operations. Threats
  • D. Strengths, Weaknesses, Operations. Threats

Answer: Option C

Explanation:

মূলত SWOT মেথডটি ডিসিশান মেকিং প্রসেসের কাজে ব্যবহৃত হয়। এই ডিসিশান মেকিং সর্বক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন : ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বা প্রজেক্ট বা প্রডাক্ট বা সার্ভিস ইত্যাদি।

Strength বলতে সেই বিষয়কেই বোঝানো হয়েছে, যে বিষয়ে তার অবস্থান সবচেয়ে শক্তিশালী। অর্থ্যাৎ এমন কিছু আচরণ, কর্মদক্ষতা বা জ্ঞাণ বা সামর্থ যা তার বৈশষ্ট্যকে বাহন ও ধারণ করে এবং যে পরিচয়ে সে তার অবস্থান থেকে আলাদা ভাবে ভ্যালু যোগ করতে পারে।

Weakness হলো Strength এর বিপরীত। যা কিছু তার সাফল্যের পথে বাঁধা কিন্তু সেই বাঁধাকে অতিক্রম করা যেতে পারে একধরনে অনুশীলন বা চর্চার মাধ্যমে। কি কি দূর্বলতা তাকে সাফল্যের শিখরে পৌছাতে দিচ্ছেনা সেইগুলো। বা কম্পিটিটর বিবেচনায় যে সক্ষমতা গুলো থাকা প্রয়োজন ছিল সেগুলো অনুপস্থিত সেরকম।

Opportunity : এই ক্ষেত্রে সুযোগসমূহ বিবেচনায় আনতে হবে। অর্থ্যাৎ কি কি সুযোগ আমি কাজে লাগাতে পারি বা লাগাতে চাই। যে সুযোগগুলো ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ অর্জন সম্ভব হবে ।প্রকৃত সুযোগ অনুসন্ধান করা একধরনের দক্ষতা প্রয়োজন।

Threat : ঝুকিঁ বা হুমকি যাই বলা হোক না কেন, তা অবশ্যম্ভাবী ক্ষতির কারণ হতে পারে। অনেক ব্যবসা বা ব্যক্তি উন্নয়ের জন্য প্রথমেই ঝুঁকি বিবেচনা করেন। কারণ যত ঝুকিঁ কমাতে পারা যাবে ততই সাফল্য কাছে আসবে। আরো একটি ব্যপপার ঝুকিঁ পূর্ব থেকে অনুধাবন করা গেলে তার সমাধান পেরেই সাফল্য পেতে বেশী সময়ের প্রয়োজন হয়না।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.