Discuss Forum

1. কম্পিউটারের Logical memory কে একই আকারের বিভিন্ন ব্লকে করা হলে এগুলোকে কি বলে?

  • A. Pages
  • B. Pages
  • C. Pages
  • D. Pages

Answer: Option A

Explanation:

কম্পিউটার মেমোরির প্রকারভেদ :
কম্পিউটারের মেমোরি প্রধানত ০২ প্রাকার। যথা -

প্রধান মেমোরি (Main Memory)।
সহায়ক মেমোরি (Auxiliary Memory)।
প্রধান মেমোরি (Main Memory):
কম্পিউটারের প্রধান মেমোরিকে হার্ডডিস্ক বা রোম বলে যা কার্যের উপর ভিত্তি করে কাজ করে। এই মেমোরিতে তথ্য - উপাত্ত সংরক্ষণ করা যায় এবং পাঠও করা যায়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এই মেমোরি হতে তথ্য - উপাত্ত মুছে যায়। এই ধরনের মেমোরিকে Random Access Memory বা র‌্যাম বলা হয়। কম্পিউটারের আরেকটি মেমোরি আছে তার নাম Read Only Memory বা রম। এই মেমোরি হতে শুধু মাত্র তথ্য - উপাত্ত পড়া যায় কিন্তু কিছু লিখা যায় না। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও এ মেমোরি হতে তথ্য - উপাত্ত মুছে যায় না।

প্রধান মেমোরি কাকে বলে  :
প্রধান মেমোরি হলো যে মেমোরির সাথে সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে তাকেই প্রধান মেমোরি বলা হয়। প্রধান মেমোরিতে সে সব তথ্য - উপাত্ত থাকে, যা সবসময় প্রয়োজন হয়। এটি হলো লিখন পাঠন মেমোরি। প্রক্রিয়া করণের জন্য প্রোগ্রাম ও ডাটা স্মৃতিতে সংরক্ষণ করা হয়। এই ধরণের মেমোরির কার্যবলী অত্যন্ত দ্রুতগতির হয়। এই  মেমোরির সঞ্চয় ক্ষমতা কম থাকে। প্রধান মেমোরিকে আবার অভ্যান্তরীণ মেমোরি ও বলা হয়।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.