Discuss Forum
1. কোনটি রূপক কর্মধারয়ের উদাহরণ?
- A. চন্দ্রমুখ
- B. চন্দ্রমুখ
- C. চন্দ্রমুখ
- D. চন্দ্রমুখ
Answer: Option B
Explanation:
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলে রূপক কর্মধারয় সমাস। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে। সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন:
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল।
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা (উপমান কর্মধারয়);
- বর্ণ চুরি করে যে = বর্ণচোরা (উপপদ তৎপুরুষ)।
- 'চন্দ্রমুখ’ সমাসটি নিয়ে মতবিভেদ আছে। অনেকের মতে, চন্দ্র রূপ মুখ = চন্দ্রমুখ হলো রূপক কর্মধারয় সমাস। ড. হায়াত মামুদ প্রণীত ‘ভাষা শিক্ষা’ = চন্দ্রমুখ (উপমিত গ্রন্থের মতে, চন্দ্রের ন্যায় মুখ কর্মধারয়)। ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত ‘বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থের মতে, চন্দ্রের ন্যায় মুখ যাহার = চন্দ্রমুখ (বহুব্রীহি সমাস)।
Post your comments here: