Discuss Forum
1. কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে?
- A. সদ্বিশ্বাসের নীতি
- B. সদ্বিশ্বাসের নীতি
- C. সদ্বিশ্বাসের নীতি
- D. সদ্বিশ্বাসের নীতি
Answer: Option B
Explanation:
স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারেন বিমাযোগ্য স্বার্থের নীতি-এর ভিত্তিতে। এই নীতি অনুযায়ী, বিমাকৃত বিষয়বস্তুর (এই ক্ষেত্রে স্ত্রীর জীবন) ওপর বিমাগ্রহীতার (স্বামীর) একটি বৈধ আর্থিক স্বার্থ থাকতে হবে। অর্থাৎ, স্ত্রীর মৃত্যুতে স্বামী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং তাঁর স্ত্রী বেঁচে থাকলে আর্থিকভাবে লাভবান হবেন।
- আর্থিক স্বার্থ: স্ত্রীর জীবন থেকে স্বামীর যে আর্থিক সুবিধা বা নির্ভরতা আছে, সেটাই এখানে বিমাযোগ্য স্বার্থ হিসেবে বিবেচিত হয়।
- আইনি ভিত্তি: স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারেন কারণ তাদের মধ্যে একটি আইনি ও আর্থিক সম্পর্ক বিদ্যমান।
- প্রমাণ: সাধারণত এই ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থের প্রমাণ দেখাতে হয় না, কারণ স্ত্রীর প্রতি স্বামীর আর্থিক স্বার্থ স্বাভাবিকভাবেই বিদ্যমান থাকে।
Post your comments here: