Discuss Forum
1. নিচের কোনটি জীবন-বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? (Which of the following is not applicable to Life Insurance?)
- A. ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity)
- B. ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity)
- C. ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity)
- D. ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity)
Answer: Option A
Explanation:
জীবন-বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়। কারণ, মানুষের জীবনকে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে মূল্যায়ন করা যায় না। এটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের নিশ্চয়তা দেয় যা পলিসির মেয়াদ শেষে বা বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর প্রদান করা হয়।
- ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity): এটি জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ধরনের চুক্তি মূলত সম্পদ বা সম্পত্তির ক্ষতির জন্য প্রযোজ্য হয়, যেমন অগ্নি বা সামুদ্রিক বীমা, যেখানে ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়।
- সমর্পণ মূল্য (Surrender Value): এটি জীবন-বিমার একটি প্রযোজ্য বৈশিষ্ট্য, যেখানে পলিসি বাতিল করার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাওয়া যায়।
- বিমাযোগ্য স্বার্থ (Insurable Interest): জীবন-বিমার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি, যেখানে বিমাকৃত ব্যক্তির অবশ্যই বিমা করার জন্য আর্থিক বা ব্যক্তিগত স্বার্থ থাকতে হবে।
- চূড়ান্ত সদ্বিশ্বাস (Utmost good faith): সকল ধরনের বীমার মতোই, জীবন বীমার ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য, যেখানে বীমাকারী এবং বীমাকৃত ব্যক্তি উভয়কেই সকল তথ্য সঠিকভাবে প্রকাশ করতে হয়।
Post your comments here: