Discuss Forum
1. কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
- A. নেগ্রিটো
- B. নেগ্রিটো
- C. নেগ্রিটো
- D. নেগ্রিটো
Answer: Option D
Explanation:
বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয় । এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড় , পর্তুগিজ ,ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে । এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীনে ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম , চণ্ডাল প্রভৃতি বাংলার আদমি অধিবাসী ,যারা অস্ট্রিক বা অস্ট্রো - এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভু্ক্ত। আনুমানিক পাঁচ - ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ ,লোহা - তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।
Post your comments here: