Discuss Forum
1. ‘D8 Organization for Economic Cooperation’ বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- A. আবুজা
- B. আবুজা
- C. আবুজা
- D. আবুজা
Answer: Option B
Explanation:
১০ম D - 8 এর সম্মেলন অনুষ্ঠিত হয় ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায়। ৫ এপ্রিল ২০২১ D - 8 কমিশনারদের দুইদিনব্যাপী ৪৩তম সভার মধ্য দিয়ে ঢাকায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় D - 8 মন্ত্রীদের ১৯তম কাউন্সিল অব মিনিস্টারস। D - 8 এর প্রতিপাদ্য বিষয় ছিলো 'পরিবর্তনময় বিশ্বে অংশীদারিত্বঃ যুবশক্তি ও প্রযুক্তি ও প্রযুক্তির প্রস্তুতি'। Covid - 19 এর কারণে D - 8 এর সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সম্মেলনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছরের জন্য D - 8 চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, Developing - 8 নামের পরিচিত অর্থনৈতিক সহযোগিতার জন্য ৮টি উন্নয়নশীল মুসলিম প্রধান দেশের সমন্বয়ে গঠিত হয়। এই দেশগুলো হলোঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। একাদশ D - 8 সম্মেলন অনুষ্ঠিত হবে মিসরে।
Post your comments here: