Discuss Forum
1. ‘মাৎসান্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
- A. ৫ম - ৬ষ্ঠ শতক
- B. ৫ম - ৬ষ্ঠ শতক
- C. ৫ম - ৬ষ্ঠ শতক
- D. ৫ম - ৬ষ্ঠ শতক
Answer: Option C
Explanation:
'মাৎসান্যায়’ সময়কাল নির্দেশ করে ৭ম। ৮ম শতককে। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোন যোগ্য শাসক ছিলেন না। ফলে, রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্করবর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূ - স্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে উঠে। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে 'মাৎসান্যায়' বলে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎসান্যায়’ |
Post your comments here: