Discuss Forum

1. বাংলা ভাষার উৎপত্তিকাল--

  • A. সপ্তম শতাব্দী
  • B. সপ্তম শতাব্দী
  • C. সপ্তম শতাব্দী
  • D. সপ্তম শতাব্দী

Answer: Option D

Explanation:

বাংলা ভাষার উৎপত্তিকাল - - দশম শতাব্দী।

বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:

প্রাচীন বাংলা (৯০০/১০০০ – ১৪০০ খ্রিস্টাব্দ) — চর্যাপদ, ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময় আমি, তুমি ইত্যাদি সর্বনাম এবং - ইলা, - ইবা, ইত্যাদি ক্রিয়াবিভক্তির আবির্ভাব ঘটে।

মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন ইত্যাদি। শব্দের শেষে "অ" ধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময়ের সাহিত্যে লক্ষ্য করা যায়। কোনো কোনো ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।

আধুনিক বাংলা (১৮০০ খ্রিষ্টাব্দ থেকে - বর্তমান) — এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ ঘটে, যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.