Discuss Forum
1. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার?
- A. চন্ডীদাস
- B. চন্ডীদাস
- C. চন্ডীদাস
- D. চন্ডীদাস
Answer: Option A
Explanation:
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি চন্ডীদাসের।
চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।
চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
তার উল্লেখযোগ্য কিছু উক্তি:
"কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। "
"প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। "
"কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও।
বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। "
সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন,
"শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
Post your comments here: