Discuss Forum

1. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?

  • A. সুফিয়া কামাল
  • B. সুফিয়া কামাল
  • C. সুফিয়া কামাল
  • D. সুফিয়া কামাল

Answer: Option D

Explanation:

প্রিয় স্বাধীনতা
শামসুর রাহমানমেঘনা নদী দেব পাড়ি
কল - অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলী গাঁয়ে।গাছ - ঘেরা ঐ পুকুরপাড়ে
বসব বিকাল বেলা।
দু - চোখ ভরে দেখব কত
আলো - ছায়ার খেলা।বাঁশবাগানে আধখানা চাঁদ
থাকবে ঝুলে একা।
ঝোপে ঝাড়ে বাতির মতো
জোনাক যাবে দেখা।ধানের গন্ধ আনবে ডেকে
আমার ছেলেবেলা।
বসবে আবার দুচোখে জুড়ে
প্রজাপতির মেলা।হঠাৎ আমি চমকে উঠি
হলদে পাখির ডাকে।
ইচ্ছে করে ছুটে বেড়াই
মেঘনা নদীর বাঁকে।শত যুগের ঘন আঁধার
গাঁয়ে আজো আছে।
সেই আঁধারে মানুষগুলো
লড়াই করে বাঁচে।মনে আমার ঝলসে ওঠে
একাত্তরের কথা,
পাখির ডানায় লিখেছিলাম -
প্রিয় স্বাধীনতা।

Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.