Discuss Forum

1. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

  • A. ইংরেজরা
  • B. ইংরেজরা
  • C. ইংরেজরা
  • D. ইংরেজরা

Answer: Option D

Explanation:

best ans
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল।

বাংলায় বণিকেরা
উর্বর বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও তারা বাংলার সম্পদের মোহে এক সময় শাসন ক্ষমতাও দখল করে। এদের মধ্যে পর্তুগীজ ও ওলন্দাজরা অন্যতম। আজ বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ও অবস্থান নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলায় কারা বাণিজ্য করতে আসে?
উত্তর : ইউরোপীয় বণিকরা।

২. প্রশ্ন : বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগীজরা।

৩. প্রশ্ন : ভাস্কো - দা - গামা কে ছিলেন?
উত্তর : পর্তুগীজ নাবিক।

৪. প্রশ্ন : ভাস্কো - দা - গামা ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর : ১৪৯৮ সালে।

৫. প্রশ্ন : ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৪৮৭ সালে।

৬. প্রশ্ন : পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা - বাণিজ্য আরম্ভ করে?
উত্তর : ১৫৮০ সালে।

৭. প্রশ্ন : পর্তুগীজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তর : ওলন্দাজরা।

৮. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কারা গঠন করে?
উত্তর : ওলন্দাজরা।

৯. প্রশ্ন : ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আসে?
উত্তর : ১৬৬৮ সালে।

১০. প্রশ্ন : কোন সালে ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬৬৪ সালে।

১১. প্রশ্ন : কোন সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।

১২. প্রশ্ন : কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?
উত্তর : বন্দিবাসের যুদ্ধে।

১৩. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধ কতসালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৭৬০ সালে।

১৪. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর : ফরাসি গভর্নর কাউন্ট লালী।

১৫. প্রশ্ন : কাউন্ট লালী কার কাছে পরাজিত হন?
উত্তর : ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে।

১৬. প্রশ্ন : প্রথম কর্ণাটক যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৭৪৬ সালে।

১৭. প্রথম কর্ণাটক যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ফরাসিদের সাথে ইংরেজদের মধ্যে।

১৮. প্রশ্ন : উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?
উত্তর : ইন্দোনেশিয়ায়।

১৯. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কবে গঠন করা হয়?
উত্তর : ১৬০২ সালে।

২০. প্রশ্ন : বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগীজ নাবিক?
উত্তর : পেড্রো আলভারেজ কাব্রাল।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.