Discuss Forum

1. A rocket flying to the moon does not need wings because----

  • A. it has no engine
  • B. it has no engine
  • C. it has no engine
  • D. it has no engine

Answer: Option D

Explanation:

রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা। সূত্রটি হলো ' প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে' । সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষেপাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয়। মিশ্রণটিজ্বললেই অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়ে রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে। তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে । ফলে রকেটের ওপর ঊর্দ্ধমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে ওপরে উঠতে থাকে। এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না। কারণ চাঁদে কোনো বায়ুমন্ডল নেই। অর্থাৎ চাঁদ বায়ুশূন্য । প্রশ্নের উত্তর অপশনে উল্লিখিত it has no engine সঠিক নয় , কারণ রকেটের অবশ্যই ইঞ্জিন আছে। Space has too much dust ও রকেট চলার প্রতিবন্ধকতা নয় । It has no fuel ও সঠিক নয়, কারণ রকেটে অবশ্যই fuel ব্যবহার করা হয়। Space is airless অর্থাৎ Space বায়ুশূণ্য হলো সঠিক উত্তর।

Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.