Discuss Forum
1.
প্রত্যক্ষ কোনাে বস্তুুর সাথে পরােক্ষ কোনাে বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়— ।
- A. উপমিত
- B. উপমিত
- C. উপমিত
- D. উপমিত
Answer: Option C
Explanation:
(ব্যাখ্যা) প্রত্যক্ষ কোনাে বস্তুর সাথে অন্য কোনাে পরােক্ষ বস্তুর তুলনা করা হলে ঐ প্রত্যক্ষ বস্তুটিকে ‘উপমেয়’ বলা হয়। পক্ষান্তরে, যার সাথে উপমা দেয়া হয় বা তুলনা করা হয় তাকে ‘উপমান’ বলে। যেমন-‘পদ্মআঁখি’ শব্দটিতে পদ্মের সাথে আঁখির উপমা দেয়া হয়েছে।
Post your comments here: