Discuss Forum
1. একুশ নিয়ে লিখিত প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। কবিতার রচয়িতা কে?
- A. আবদুল গাফফার চৌধুরী
- B. আবদুল গাফফার চৌধুরী
- C. আবদুল গাফফার চৌধুরী
- D. আবদুল গাফফার চৌধুরী
Answer: Option D
Explanation:
মাহবুব - উল - আলম রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন অসুস্থ; তাঁর শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তাঁরই সতীর্থ চৌধুরী হারুণ - উর - রশীদ। পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত করে। হুলিয়া জারি করে মাহবুব - উল - আলম - চৌধুরীর ওপর। তিনি এবং তাঁর কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' একুশের প্রথম কবিতা।
Post your comments here: