Discuss Forum
1. 'গ্লাসনস্ত' -এর অর্থ কি?
- A. সমাজতন্ত্রের সংগঠন
- B. সমাজতন্ত্রের সংগঠন
- C. সমাজতন্ত্রের সংগঠন
- D. সমাজতন্ত্রের সংগঠন
Answer: Option C
Explanation:
'গ্লাসনস্ত' - এর অর্থ খোলা হাওয়া।
গ্লাসনস্ত কথার অর্থ হল মুক্ততা (openness)। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনে জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা দূর করার উদ্দেশ্যেই গ্লাসনস্ত নীতি গৃহীত হয়। এই প্রথম সোভিয়েত ইউনিয়নে গণমাধ্যমগুলিকে স্বাধীনতা দেওয়া হয়। একদলীয় শাসনের সমালোচনাকে গণতান্ত্রিক অধিকারের মর্যাদা দেওয়া হয়।
'প্রভদা'র মত কমিউনিস্ট মুখপত্রেও 'ব্রেজনেভ নীতি'র সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হতে থাকে। বিদেশের টেলিভিশন সম্প্রচার সোভিয়েত ইউনিয়নে অনুমোদিত হয়। ব্যাপকহারে স্যাটেলাইট টিভি সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে।
১৯তম সোভিয়েত পার্টি কংগ্রেসের কাজকর্ম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ গৃহীত হল, যা আগে ছিল কল্পনার অতীত। বহু কারারুদ্ধ ও নির্বাসিত - - যারা সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করেছিলেন - - তাদের মুক্তিও দেওয়া হয়।
Post your comments here: