Answer: Option
C
Explanation:
বিশ্ব পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটাতে অনুষ্ঠিত সম্মেলনে কিয়োটো প্রটোকল স্বাক্ষর করা হয়। প্রটোকলটি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে। এর মেয়াদ শেষ হয় ২০১২ সালে। প্রটোকলটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর ২০০৫ সালে। প্রটোকল বলা হয়, শিল্পোন্নত দেশসমূহ তাদের গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ২০০৮ - ১২ সাল নাগাদ ১৯৯০ সালের পর্যায়ে নিয়ে আসবে তথা গড়ে ৫ শতাংশ হারে হ্রাস করবে। বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিই হলো ব্যাসল কনভেনশন। কার্টাগোনা প্রটোকল হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। মন্ট্রিল প্রটোকলঃ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং পরিবেশ বিজ্ঞানীদের উদ্যোগে মন্ট্রিলে ওজনস্তর ক্ষায় যে যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয় তাই মন্ট্রিল প্রটোকল নামে খ্যাত