নবায়নযোগ্য শক্তি
নবায়নযোগ্য শক্তি
জোয়ার-ভাটা
পরমাণুশক্তি
পানি
বায়ু(৪৪বিসিএস)
বায়ুপ্রবাহ শক্তি
বায়োগ্যাস(৪০বিসিএস)
সমুদ্রস্রোত
সৌরশক্তি
হাইড্রোজেন শক্তি
জীবাশ্ম জ্বালানি, fossil fuel
যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে তাকে জীবাশ্মবিদ্যা বলে। কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।(১০বিসিএস) অনবায়নযোগ্য জ্বালানি হলো কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস।(৩০বিসিএস)
অনবায়নযোগ্য জ্বালানি
কয়লা(৩০বিসিএস)
পেট্রোল(৩০বিসিএস)
প্রাকৃতিক গ্যাস(৩০বিসিএস)
প্রাকৃতিক গ্যাস, কয়লা
জীবদেহ (প্রাণি ও উদ্ভিদ উভয়ই) মাটির নীচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে।
বায়োগ্যাস, biogas
বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়।(১০বিসিএস) গরু, মহিষ প্রভৃতি গবাদি পশুর গোবর কাজে লাগিয়ে যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
বায়োগ্যাস প্লান্টের কাঁচামাল গোবর-পানি। গোবর-পানির অনুপাত ১:২। প্রাণির মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফারমেন্টেশন প্রক্রিয়ায় মিথেন (CH4) গ্যাস উৎপন্ন হয়।(১৯বিসিএস)
বায়োগ্যাসের মিথেন উপাদান জ্বালানি হিশেবে ব্যবহৃত হয়। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ ৬০ - ৭০%। বায়োগ্যাস তৈরির পর যা অবশিষ্ট থাকে তা সার হিশেবে ব্যবহৃত হয়।