1 . যখন কতকগুলো রেজিস্টরকে এমনভাবে সংযোগ করা হয় যাতে এদের একপ্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আর একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে। মাল্টিপ্রসেসিং , কম্পিউটিং, অপারেশনের একটি মোড যেখানে একটি কম্পিউটারে দুই বা ততোধিক প্রসেসর একই সাথে দুই বা ততোধিক ভিন্ন অংশ প্রক্রিয়া করে প্রোগ্রাম (নির্দেশের সেট)।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report