1 . মানুষ বাঁচে তার কর্মে, বয়সের মধ্যে নয় মানুষের জীবনের প্রকৃত মূল্য তার কর্মে নিহিত। বয়স কেবলমাত্র একটি সংখ্যার প্রতিনিধিত্ব করে; এটি কারো সার্থকতা বা মহত্ব নির্ধারণ করতে পারে না। একজন মানুষকে চিরস্মরণীয় করে রাখতে তার সৃষ্টিশীলতা, নৈতিকতা ও মানবসেবামূলক কাজের প্রয়োজন। কালের বিবর্তনে যেসব ব্যক্তিরা অসামান্য কর্ম সম্পাদন করেছেন, তারা আজও মানুষের মনে জীবিত রয়েছেন। তাদের কর্ম তাদেরকে কালের গণ্ডি অতিক্রম করে অমরত্ব দান করেছে। যেমন ধরুন, বিজ্ঞানী আইনস্টাইন, মানবসেবায় নিবেদিত মাদার তেরেসা, কিংবা কবি রবীন্দ্রনাথ ঠাকুর—তাদের শারীরিক অস্তিত্ব আর নেই, কিন্তু তাদের অবদান আমাদের জীবনের প্রতিটি স্তরে এখনো বিরাজমান। মানুষ তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতা দিয়ে মানব সমাজে যে অবদান রাখে, সেটিই তাকে চিরকালীন পরিচিতি দেয়। বয়সের সীমাবদ্ধতার বাইরে কর্মই তাকে অনন্ত জীবন দান করে। তাই একজন মানুষের জীবনের প্রকৃত সফলতা তার বয়স দিয়ে নয় বরং তার অর্জিত দক্ষতা ও তার কর্মের মাধ্যমে মাপা হয়।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

প্রিমিয়াম প্ল্যান: ৩ মাস
199 ৳
৯০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।