1 . ভার্চুয়াল মেমোরি হল এমন একটি মেমরি ম্যানেজমেন্ট কৌশল যার মাধ্যমে একটি কম্পিউটারে তার প্রকৃত মেমোরির চেয়ে বেশি মেমোরি ব্যবহার করা যায়। মেইন মেমোরি সীমিত থাকা সত্বেও ভার্চুয়াল মেমোরির মাধ্যমে অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় মেমোরি সরবারাহ করে থাকে। ফ্ল্যাশ মেমরি হল একটি ইলেকট্রনিক নন-ভোলাটাইল কম্পিউটার মেমরিস্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। দুটি প্রধান ধরনের ফ্ল্যাশ মেমরি, NOR ফ্ল্যাশ এবং NAND ফ্ল্যাশ , NOR এবং NAND লজিক গেটগুলির জন্য নামকরণ করা হয়েছে। উভয়ই একই সেল ডিজাইন ব্যবহার করে, যার মধ্যে ফ্লোটিং-গেট MOSFETs রয়েছে।
-
Attach answer script
View Answer | Discuss in Forum | Workspace | Report |
প্রিমিয়াম প্ল্যান: ৩ মাস
199 ৳
৯০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।