1 . একটি মৌলিক লজিক গেট হল ডিজিটাল সার্কিটের একটি প্রাথমিক বিল্ডিং ব্লক, যা একটি নির্দিষ্ট লজিক্যাল অপারেশন সম্পাদনের জন্য দায়ী। লজিক গেট এক বা একাধিক বাইনারি ইনপুট (0 বা 1) নেয় এবং একটি একক বাইনারি আউটপুট তৈরি করে। এই গেটগুলি কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসর সহ সমস্ত ডিজিটাল ডিভাইসের জন্য মৌলিক।যে লজিক গেট এর সাহায্যে মৌলিক লজিক গেটসহ (AND,OR, NOT) যেকোন লজিক গেট এবং যেকোন লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। NAND ও NOR গেটকে কে সার্বজনীন গেট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেট বা শুধুমাত্র NOR গেট দিয়ে মৌলিক লজিক গেটসহ যেকোনো লজিক গেট বা যেকোনো লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report