(ব্যাখ্যা) ‘উপরােধ’ শব্দের অর্থ বিশেষ অনুরােধ, সুপারিশ, খাতির। ‘উপরােধে ঢেকি গেলা’ বাগধারাটিতে এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরােধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনাে কাজ করা। অন্যদিকে ‘প্রতিরােধ অর্থ বিরােধ, নিবারণ, বাধাদান, প্রতিবন্ধ, আটক, ব্যাঘাত ইত্যাদি। আর ‘উপস্থাপন’ শব্দের অর্থ ‘উপস্থিতকরণ, আনয়ন, অবতারণা, প্রস্তাবনা, উত্থাপন প্রভৃতি। এছাড়া ‘উপযােগী’ শব্দের অর্থ উপযুক্ত, যােগ্য, সঙ্গত, কার্যকর, অনুকূল ইত্যাদি।