(ব্যাখ্যা) ‘অগ্রজ’ বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়। যার অর্থ আগে জন্মেছে এমন, প্রথমে জাত। জ্যেষ্ঠ ভ্রাতা। স্ত্রীবাচক শব্দ অগ্রজা। ‘অনুজ’ বিশেষ্য পদ যার অর্থ পরে জাত, কনিষ্ঠ ভ্রাতা। স্ত্রীবাচক শব্দ অনুজা। সুতরাং অগ্রজ এর বিপরীতার্থক শব্দ অনুজ। পশ্চাৎ ও নিগ্রহ-এর বিপ্রীতার্থক শব্দ যথাক্রমে সম্মুখ ও অনুগ্রহ।