Answer: Option
D
Explanation:
মনে করি, M ও M' একটি গোলীয় অবতল দর্পণ। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে মেরু বলে। P দর্পণের মেরু।C দর্পণের কেন্দ্র বা বক্রতার কেন্দ্র এবং PFA দর্পণের প্রধান অক্ষ। OA দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু OA - এর জন্য প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। লক্ষ্যবস্তু OA - এর O বিন্দু থেকে একটি রশ্মি OM প্রধান ফোকাসের মধ্য দিয়ে MI প্রতিফলিত হয়। O হতে অপর একটি রশ্মি OCM' বক্রতার কেন্দ্র C বরাবর M' বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলন এর পরও একই পথে ফিরে আসে। প্রতিফলন এরপর রশ্মি দুটি প্রকৃতপক্ষে I বিন্দুতে মিলিত হয়। সুতরাং I বিন্দু হলো O বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। I থেকে প্রধান অক্ষের উপর IB লম্ব আঁকি। তাহলে, BI - ই হল লক্ষবস্তু OA - এর বাস্তব প্রতিবিম্ব। অতএব, অবতল দর্পণের অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে লক্ষ বস্তুর প্রকৃতি হল বাস্তব, উল্টো এবং লক্ষ বস্তুর চেয়ে ছোট।