1 . নিচের কোনটি জটিল বাক্য?  

  • A. সত্য কথা না বলে বিপদে পড়েছি
  • B. যিনি জ্ঞানী তিনিই সত্যিকার ধনী
  • C. জ্ঞানীরাই সত্যিকার ধনী
  • D. তিনি দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী
View Answer Discuss in Forum Workspace Report

2 . কোনটি জটিল বাক্য?  

  • A. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
  • B. তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
  • C. স্টেশনে পৌছলাম, আর ট্রেনটিও ছেড়ে দিল।
  • D. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More

3 . কোনটি জটিল বাক্য?

  • A. যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে, সে পুরস্কার পাবে
  • B. পরীক্ষায় পাস না করলে চাকরি পাবে না
  • C. বৃষ্টি পড়ছে
  • D. তোমার পাশ করার কথা শুনেছি
View Answer Discuss in Forum Workspace Report

4 . নিচের কোনটি জটিল বাক্য?

  • A. সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন
  • B. সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন
  • C. সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল
  • D. যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
View Answer Discuss in Forum Workspace Report

5 . নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি জটিল বাক্য?

  • A. যদি পরিশ্রম কর তবে কৃতকার্য হইবে
  • B. পরিশ্রম কর তবে কৃতকার্য হইবে
  • C. পরিশ্রম করিলে কৃতকার্য হইবে
  • D. পরিশ্রম তবেই কৃতকার্য হইবে
View Answer Discuss in Forum Workspace Report

6 . নিম্নের বাক্যগুলোর মধ্যে কোনটি জটিল বাক্য?

  • A. নিয়মিত পড়াশুনা করলে পরীক্ষায় ভাল ফল পাওয়া যায়
  • B. সত্য কথা বলেনি, তাই বিপদে পড়েছে
  • C. যদিও তিনি ধনী, তবু তার কোনো অহঙ্কার নেই
  • D. মিথ্যাবাদী মানুষকে কেউ ভালোবাসে না
View Answer Discuss in Forum Workspace Report

7 . নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ?

  • A. আমরা আনিব রাঙ্গা প্রভাত
  • B. খাও, দাও, ফুর্তি কর
  • C. লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে
  • D. সদা সত্য কথা বলিবে
View Answer Discuss in Forum Workspace Report
E ইউনিট : ২০০৫-২০০৬ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2005
More