1 . কোনটি ভুল?
- A. গ্রাফিক্স
- B. গ্রাফিক ডিজাইন
- C. গ্রাফিক্স ডিজাইন
- D. গ্রাফিক ডিজাইনার
![]() |
![]() |
![]() |
![]() |
2 . বিপরীতর্থাক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
- A. অমৃত= গরল
- B. তস্কর= সাধু
- C. কৃশ=স্থুল
- D. অর্বাচীন= আধুনিক
![]() |
![]() |
![]() |
![]() |
3 . নিম্নের কোনটি ভুলটি রেওয়ামিলের সাহয্যে ধরা পড়ে?
- A. যে লেনদেন জাবেদাভুক্ত করা হয়নিিএকটি জাবেদা দাখিলা দুইবার খতিয়ানে পোস্টিং দেয়া হয়েছে।
- B. লেনদেন লিপিবদ্ধকরণে পরিপক্ক ভুল
- C. একটি জাবেদা দাখিলা দুইবার খতিয়ানে পোস্টিং দেয়া হয়েছে।
- D. লেনদেন স্থানান্তরের ভুল
![]() |
![]() |
![]() |
![]() |
4 . কারক নির্ণয়ে কোনটি ভুল?
- A. সে বাজারে যায়- অধিকরণ কারক
- B. তিনি জ্ঞানে শ্রেষ্ঠ - অপাদানে কারক
- C. আমি ভাত থাব না - কর্মকারক
- D. রতনে রতন চেনে - কর্তৃকারক
![]() |
![]() |
![]() |
![]() |
5 . নিম্নের কোনটি ভুল ?
- A. মোট মুনাফা = বিক্রয় - উৎপাদন
- B. নীট মুনাফা = মোট মুনাফা - পরিচালন খরচ
- C. মূলধন = মোট সম্পত্তি - বহিদায়
- D. নীট কার্যকরী মূলধন = মোট সম্পত্তি - চলতি দায়
![]() |
![]() |
![]() |
![]() |
6 . বাংলা প্রমিত উচ্চারণ অনুযায়ী কোনটি ভুল?
- A. কন্যা > কোন্না
- B. চিহ্ন > চিন্হো
- C. ষোল > শোলো
- D. মেলা > ম্যালা
![]() |
![]() |
![]() |
![]() |
7 . নিচের কোনটি ভুল বানান-
- A. পলল
- B. প্রজ্বলন
- C. নৈঋত
- D. মোহামান
![]() |
![]() |
![]() |
![]() |
8 . নিম্নের কোনটি ভুল ?
- A. উদ্ধৃত্ত পত্র কারবারের আর্থিক অবস্থা প্রদর্শন করে
- B. উদ্ধৃত্ত পত্র একটি নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থা প্রদর্শন করে
- C. বছরে ২ বার উদ্ধৃত্ত পত্র প্রস্তুত করা যায়
- D. বছর ৩৬৫ বার উদ্ধৃত্ত পত্র প্রস্তুত করা যায়
- D. একটি নির্দিষ্ট তারিখে প্রস্তুতকৃত উদ্ধৃত্ত পত্র পুরো আর্থিক বছরের আর্থিক অবস্থা প্রদর্শন করে
![]() |
![]() |
![]() |
![]() |
9 . নিচের কোনটি ভুল নয়?
- A. মনস + ই = মনীষা
- B. তপ + বন= তপোবন
- C. বাচ + পতি = বাচস্পতি
- D. ষট্+দশ= ষোড়শ
![]() |
![]() |
![]() |
![]() |
10 . C প্রোগামিংয়ে কোনটি ভুল ডাটা টাইপ?
- A. short int
- B. long double
- C. signed float
- D. signed char
![]() |
![]() |
![]() |
![]() |
11 . পরিভাষার ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
- A. Canon- প্রশংসা
- B. Gypsy- বেদে
- C. Index- নির্ঘণ্ট
- D. Taboo- নিষিদ্ধ
![]() |
![]() |
![]() |
![]() |
12 . পাঠ্যবইয়ের একটি নিবন্ধ থেকে নেয়া নিচের অনুচ্ছেদটি অনুধাবন করে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও।“চিন্তাভাবনা এবং কার্যকলাপে ভুল করা মানুষের পক্ষে শুধু যে স্বাভাবিক তাই নয়, অপরিহার্যও বটে। স্বাভাবিক এইজন্য যে মানুষ বড় দুর্বল, সর্বদা নানা ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রামে জয়ী হতে পারে না। অপরিহার্য এইজন্য যে তাঁর জ্ঞান অতি সংকীর্ণ-কোনটি ভুল, কোনটি নির্ভুল তা নির্ধারণ করাই অনেক সময় কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। এখানে কেবল যে দুর্বলচেতা ও স্বল্পজ্ঞান মানুষের কথা বলছি তা নয়। এ মন্তব্য সবল-দুর্বল এবং অজ্ঞ-বিজ্ঞ-নির্বিশেষে সকলের পক্ষেই খাটে।"উপরোক্ত ভাষ্য যৌক্তিকভাবে অনুসরণ করলে নিচের কোন বক্তব্যটি সঠিক বলে সিদ্ধান্তে আসা যায়?
- A. জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে আশেপাশের বিবিধ প্রতিকূলতা মোকাবিলায় প্রতিনিয়ত মানুষ জিততে পারে না
- B. মৌলিকভাবে কমজোর হওয়ায় মানুষের জন্য চলার পথে সব বিভ্রম চিহ্নিত করা দুঃসাধ্য
- C. দুর্বল ও স্বল্পজ্ঞানী মানুষ আর সবল ও বিজ্ঞ মানুষ একই হারে ও মাত্রায় ভুল করে থাকে
- D. উপরের কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |