(ব্যাখ্যা) ‘পানি’ শব্দের সমার্থক শব্দ হলাে- সলিল, জল, বারি, অম্বু, নীর, পয়ঃ, উদক, অপ, তােয় ইত্যাদি। ‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ হলাে— সূর্য, দিবাকর, প্রভাকর, তপন, আদিত্য, মিহির, ভানু, মার্তন্ড, দিননাথ দিনপতি, দিনমণি ইত্যাদি। ‘সাগর’ শব্দের সমার্থক শব্দ হলাে— সমুদ্র, জলধি, পারাপার, পাথার, রত্নাকর, বারিধি, অর্ণব ইত্যাদি। ‘সৈকত’ শব্দের সমার্থক শব্দ হলাে পুলিন, তট, চরা ইত্যাদি।