ব্যাখ্যাঃ পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রােটন (proton) এবং নিউট্রনের (neutron) সমন্বয়ে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। প্রােটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রােটন সংখ্যা সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।