যে মেমোরির সঙ্গে সিপিইউর অন্তর্গত ALU - প্রত্যক্ষ অ্যাকসেস থাকে তাকে প্রাইমারি বা প্রধান মেমোরি বলে। বর্তমানে কম্পিউটারের মেমোরি বলতে প্রধান মেমোরিকেই বুঝায়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য তিন ধরনের মেমোরি হলো - ১. Main Memory 2. CPU Register 3. Cache Memory ।