1 . নিরাময় শাস্ত্রের লক্ষ্য ঔষধাদি নয়, তার লক্ষ্য হচ্ছে দেহের নিরাময়। তেমনি অশ্বচালনার কৌশলেরও লক্ষ্য হচ্ছে এই কৌশল বা বিদ্যাটি নয়। তার লক্ষ্য অশ্বের মঙ্গল সাধন। অনুরূপভাবে শিল্প বা কলা মাত্রই আত্মম্বার্থ নয়, বরং পরের হিতার্থেই নিয়ােজিত। কেননা  শিল্পের আত্মস্বার্থ বা নিজ প্রয়ােজন কিংবা অভাব বলতে কিছু নেই। অনুচ্ছেদটিতে শিল্পের লক্ষ্য নির্ধারণে কোন কোন বিষয়ের লক্ষ্যের সাথে তুলনা করা হয়েছে?

  • A. শিল্প বা কলার
  • B. নিরাময় শাস্ত্রের ও ঔষধাদির
  • C. অশ্বচালনার ও অশ্বচালনা বিদ্যার
  • D. নিরাময়শাস্ত্রের ও অশ্বচালনার
View Answer Discuss in Forum Workspace Report