Answer: Option
C
Explanation:
বাংলাদেশ সংবিধানের ৫(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী । মােঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী বাংলার সুবেদার ইসলাম খান চিশতি ১৬১০ সালের ১৬ জুলাই সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীর-এর নামানুসারে রাজধানীর নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। ১৬৫০ সালে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজা রাজধানী বিহারের রাজমহলে স্থানান্তর করেছিলেন। ১৬৬০ সালে সম্রাট আলমগীর কর্তৃক নিয়ােগকৃত বাংলার সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। ১৭১৭ সালে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। ১৭৯৯ সালে ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচিত করলে ঢাকার গুরুত্ব আবারাে কমতে থাকে। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানীর মর্যাদা পায় ঢাকা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী।