[Note : বাংলাদেশে উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গােষ্ঠী) সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে ৮টি এগুলাে হচ্ছে : ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কালচারাল একাডেমি (বিরিশিরি, নেত্রকোনা), ক্ষুদ্র নৃগােষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (রাঙামাটি), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (বান্দরবান), কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র (কক্সবাজার), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (খাগড়াছড়ি), রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কালচারাল একাডেমি রাজশাহী ), মণিপুরী ললিতকলা একাডেমি (মৌলভীবাজার), রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট (রামু, কক্সবাজার)।