(ব্যাখ্যা) বাংলা বর্ণমালায় মােট ৫০টি বর্ণ রয়েছে। তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ। ১১টি স্বরবর্ণের মধ্যে যৌগিক স্বরবর্ণ রয়েছে ২টি। যথা- ঐ (অ + ই) এবং ঔ (অ + উ)। এছাড়া হ্রস্বস্বর ৪টি (অ, ই, উ, ঋ), দীর্ঘস্বর ৭টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ) এবং মৌলিক স্বর ৭টি (অ, আ, ই, উ, এ, ও, অ্যা) রয়েছে।